ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

শরীর ও মন

ফ্যাটি লিভার: নগর জীবনের নীরব মহামারি

ডা. মো. আবদুল্লা আল ফারুক

(২২ ঘন্টা আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৭:৪৩ অপরাহ্ন

mzamin

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুসারে, বিশ্বের প্রায় ২৫% মানুষ কোনো না কোনোভাবে ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত, এবং এ হার উন্নয়নশীল দেশে দ্রুত বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির মধ্যে এই রোগ এক নীরব মহামারির রূপ নিচ্ছে। বাংলাদেশেও এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।

ফ্যাটি লিভার হলো একধরনের হেপাটিক স্টিয়াটোসিস, যেখানে লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমা হতে থাকে। লিভারের মোট ওজনের ৫ শতাংশের বেশি চর্বি থাকলে একে ফ্যাটি লিভার ধরা হয়।
এটি মূলত দুই প্রকার:
১. Alcoholic Fatty Liver Disease (AFLD)– অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে সৃষ্ট।
২. Non-Alcoholic Fatty Liver Disease (NAFLD) – মদ্যপান না করলেও অতিরিক্ত ওজন, ডায়াবেটিস বা অনিয়মিত জীবনযাপন থেকে সৃষ্ট।

NAFLD আবার দু’টি স্তরে ভাগ করা যায়:
- Simple Steatosis – যেখানে চর্বি জমে কিন্তু প্রদাহ হয় না
- Non-Alcoholic Steatohepatitis (NASH)– যেখানে প্রদাহ ও কোষের ক্ষয় শুরু হয়, যা ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে।
NAFLD-এর ক্ষেত্রে মূল ঝুঁকিগুলো হলো:
- টাইপ ২ ডায়াবেটিস
- উচ্চ রক্তচাপ ও হাইপারলিপিডেমিয়া
- স্থূলতা (বিশেষ করে পেটের চর্বি)
- দীর্ঘদিন ধরে সেডেন্টারি জীবনধারা
- অনিয়মিত খাবার, উচ্চ ক্যালরি ও কম ফাইবারযুক্ত ডায়েট
- পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS)
- মেটাবলিক সিন্ড্রোম
NAFLD-এর শুরুতে তেমন লক্ষণ প্রকাশ পায় না। অনেক সময় রুটিন চেকআপে লিভার এনজাইম (SGPT, SGOT) বেড়ে যাওয়া থেকেই প্রথম শনাক্ত হয়।

সম্ভাব্য উপসর্গসমূহ:
- উপরের ডান পেটের অংশে ভার বা ব্যথা
- দীর্ঘমেয়াদি ক্লান্তি বা অবসাদ
- হজমে গোলমাল, গ্যাস বা ফাঁপা ভাব
- অস্বাভাবিক ওজন ওঠানামা
বর্তমানে NAFLD-এর জন্য কোনো অনুমোদিত ওষুধ নেই। তবে নিয়মিত অনুশীলন ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণযোগ্য ও রিভার্স করা সম্ভব।

জীবনধারাগত করণীয়:
- প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট শারীরিক ব্যায়াম
- ওজন হ্রাস (মোট শরীরের ওজনের ৭-১০% কমানো হলে চর্বি অনেকটাই কমে যায়)
- লো-কার্ব, হাই-ফাইবার ডায়েট: বাদাম, সবুজ শাকসবজি, মসুর, ওটস
- তেল-মসলা ও রেড মিট এড়িয়ে চলা
- অ্যালকোহল সম্পূর্ণ বর্জন
- পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো
বাংলাদেশে প্রতি ৩ জনে ১ জন NAFLD-এ আক্রান্ত, কিন্তু সচেতনতার অভাবে রোগটি ধরা পড়ে অনেক দেরিতে। নিয়মিত হেলথ চেকআপ ও স্বাস্থ্যকর জীবনযাপনই একমাত্র পথ।”
ফ্যাটি লিভার কোনো তুচ্ছ অসুখ নয়। সঠিক সময়ে ধরা না পড়লে তা সিরোসিস, লিভার ফেইলিওর বা এমনকি হেপাটোসেলুলার কার্সিনোমাতে রূপ নিতে পারে। তবে সুসংবাদ হলো, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই বিপদ প্রতিরোধযোগ্য। তাই এখনই সতর্ক হোন, সচেতন থাকুন।

লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
হেপাটোলজি (লিভার) বিভাগ,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০।
হটলাইন: ১০৬৭২
 

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status