অনলাইন
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
চবি প্রতিনিধি
(৬ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ অপরাহ্ন

কে এম সাদমান রহমান।
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপর দুই শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর।
মৃত উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। সে ঢাকার মিরপুরের বাসিন্দা। অন্য দুই নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের দুজনের বাড়ি বগুড়ায়।
এর আগে চবি’র ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৪ জন ও আরবি বিভাগের ১ জনসহ ৫ শিক্ষার্থী হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে যান।
সহপাঠী ফারহান বলেন, ‘শুরুতে আমাদের কারোরই বীচে নামার ইচ্ছে ছিলনা। কিন্তু সাবাব শুরুতে নেমে পড়ে। তার দেখাদেখি আসিফ এবং অরিত্রও নেমে পড়ে গোসলে। আমি আর আরবি বিভাগের একজন ওপরে দাঁড়িয়ে তাদের ছবি তুলছিলাম। শুরুতে ঢেউ বেশি ছিলনা। কিন্তু হঠাৎ বড় ঢেউ আসতে শুরু করে, তারা উঠে আসার চেষ্টা করেছে কিন্তু পারেনি।’
বিষয়টি নিয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’