ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

২০ বছর পরে ‘রি-ওপেন’ হচ্ছে ধনঞ্জয় চট্টোপ্যাধায়ের ফাঁসির মামলা

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে

(৪ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৪:৫৭ অপরাহ্ন

আর জি কর-কাণ্ডের মধ্যেই হেতাল পারেখ খুনে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি পুনর্বিবেচনার দাবি উঠলো ।   ১৯৯০ সালের ৫ মার্চ কলকাতার ভবানীপুরের আনন্দ অ‌্যাপার্টমেন্টে হেতাল পারেখ নাম এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনায় যুক্ত অভিযোগে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ছাতনার কুলুডিহি গ্রামের বাসিন্দা ও ওই আবাসনের নিরাপত্তাকর্মী ধনঞ্জয়কে গ্রেপ্তারের পর বিচারের মাধ‌্যমে ২০০৪ সালের ১৪ আগস্ট ফাঁসি দেয়া হয়।এবার ২০ বছর আগের মামলার পুনর্বিচার চেয়ে  বাঁকুড়ার ছাতনা থেকে ধনঞ্জয়ের গ্রামের বাসিন্দারা দলবেঁধে এসে কলকাতায় রবীন্দ্রসদন চত্বরে রাণুছায়া মঞ্চে ধরনা দেন। দলে ছিলেন আইনজীবী থেকে শুরু করে কলকাতার বিশিষ্টরাও। নেতৃত্বে ছিলেন ড. চন্দ্রচূড় গোস্বামী ও জীবন চক্রবর্তী। পরে এই মঞ্চের সদস‌্যরা পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে ডেপুটেশন দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  উদ্দেশে ধনঞ্জয় মামলার পুনর্বিচার চেয়ে একটি চিঠিও জমা দিয়েছেন মঞ্চের সদস‌্যরা। একইসঙ্গে প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছে ধনঞ্জয় চট্টোপাধ‌্যায় মামলা পুনর্বিচার মঞ্চ।মঞ্চের আহ্বায়ক চন্দ্রচূড় গোস্বামী বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে দাবি করেছি, ধনঞ্জয় মামলা নিয়ে সিবিআই তদন্ত হোক। সিবিআই তদন্ত হলে প্রকৃত দোষী শাস্তি পাবে এবং নির্যাতিতার আত্মা শান্তি পাবে। আর ছাতনার উপর থেকে ধর্ষকের গ্রাম অপবাদ মুছে যাবে। তাই আমরা চাইছি, অবিলম্বে ধনঞ্জয় মামলা নিয়ে সিবিআই তদন্ত শুরু হোক।’’ফাঁসির ২০ বছর পরে ওই মামলা কীভাবে ‘রি-ওপেন’ করা যায় তা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখছেন সরকারি আইন বিশেষজ্ঞরা। দেশের অন‌্য কোনও রাজ্যে এমন মামলা এর আগে হয়েছে কিনা এবং কোন আইনি যুক্তিতে ফাঁসি বা মৃত্যুদণ্ডের পরেও মামলা নতুন করে শুনানি হয়েছিল তা বিবেচনা করে দেখছে আইন দফতর।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status