শরীর ও মন
ঘুমের মাঝেই শরীর ব্যথা
ডা. মো. বখতিয়ার
২৭ অক্টোবর ২০২৪, রবিবারবিছানা বা শোয়ার স্থানের ত্রুটি, ঘুমানোর ভঙ্গি, ওজন, ঘুমের সমস্যা বা ব্যাঘাত কিংবা দেহের ভেতর লুকিয়ে থাকা কোনো রোগ- এরকম বিভিন্ন কারণে ঘুম থেকে উঠে দেহ ব্যথা হতে পারে বা অনেক সময় ঘুমের মাঝেও শরীর ব্যথা করতে পারে।
এ সমস্যায় একটি বা একাধিক বিষয় কাজ করতে পারে। আর প্রায় দিনই এই সমস্যা হলে পাঁচটি বিষয়ের দিকে নজর দেয়া উচিত।
বাজে ম্যাট্রেস বা তোশক
বাজেমানের তোশক বা ম্যাট্রেস প্রাথমিকভাবে গা ব্যথা হওয়ার প্রধান কারণ হতে পারে।
বাজে তোশকের লক্ষণগুলো হলো-
* ঝুলে বা দেবে যাওয়া;
* ঠিকমতো ভর বহন না করা;
* ধুলা ও অ্যালার্জি তৈরি হওয়া;
* পুরানো হওয়া।
ভালোমানের ম্যাট্রেস বা তোশক সাধারণত সাত থেকে ১০ বছর পর্যন্ত ঠিক থাকে। তাই পুরানো হলে ম্যাট্রেস বদলাতে হবে। আর শোয়াতে ভালো ‘সাপোর্ট’ দেয় এরকম তোশক কিনতে হবে।
শোয়ার ভঙ্গি: ঘুম ভেঙে শরীর ব্যথা হওয়ার অন্যতম কারণ হতে পারে শোয়ার ভঙ্গি। যদিও একেকজনের শোয়ার ভঙ্গি একেক রকম।
সাধারণভাবে এক কাতে বা পাশ ফিরে ঘুমানো সবার জন্যই উপকারী; বিশেষ করে যাদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা রয়েছে বা ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’তে ভুগছে।
ঘুমের মধ্যে কিছুক্ষণের জন্য বার বার শ্বাস বন্ধ হওয়া আর শুরু হওয়াকে বলা হয় ‘ওএসএ’, যা বিপজ্জনক অসুস্থতা। এর জন্য চিকিৎসা নেয়া জরুরি।
ওজন বৃদ্ধি: দেহকে অতিরিক্ত ওজন বহন করতে হলে ঘুম থেকে ওঠার পর গা ব্যথা হতে পারে। ভারী ওজনের কারণে পিঠ, ঘাড়ে চাপ পড়ে, ফলে ব্যথা হয়। এ ছাড়া অতিরিক্ত ওজন শ্বাস-প্রশ্বাসে সমস্যা ঘটায় ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। আর নিরবচ্ছিন্ন ঘুম না হলে দেহ ব্যথা হতেই পারে।
শ্বাস-প্রশ্বাসে সমস্যা: ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস থেমে থেমে পড়লে দেহে অক্সিজেনের অভাব শুরু হয়। আর ঘুমের মধ্যে দেহ সারিয়ে তুলতে অক্সিজেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আর অক্সিজেনের অভাব হলে দেহ ঠিক মতো সেরে উঠতে পারে না।
ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসে সমস্যা থাকার লক্ষণগুলোর মধ্যে আছে-
* নাক ডাকা, ঘুমের মধ্যে খাবি খাওয়া বা হাঁপানো;
সাত সকালে মাথাব্যথা আর সেটা দীর্ঘক্ষণ থাকা;
* দিনের বেলায় ঘুম ঘুমভাব বা ঝিমানো;
* ঘুম থেকে উঠে মুখে শুষ্ক বোধ;
* সকালে প্রচণ্ড প্রস্রাবের চাপ;
* অস্বস্তি বা নিরাশা বোধ;
* মনোযোগে সমস্যা;
* শারীরিক সমস্যা।
শ্বাস-প্রশ্বাসে সমস্যা ও গা ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠার কারণ হতে পারে, দেহে কোনো রোগ লুকিয়ে আছে।
‘স্ল্লিপ ফাউন্ডেশন-এর তথ্যানুসারে এরকম অসুস্থতার মধ্যে আছে-
* ভাইরাস বা অন্য কোনো সংক্রমণ যেমন- ঠাণ্ডা লাগা বা ফ্লু।
* মানসিক চাপ বা দুশ্চিন্তায় ভোগা।
* পানিশূন্যতা;
* রক্তশূন্যতা;
* ভিটামিন ডি’র অভাব;
* নিমুনিয়া;
* ফাইব্রোমায়োলজা (দীর্ঘস্থায়ী অসুস্থতা);
* ক্রনিক ফাটিগ সিন্ড্রম;
* আর্থ্রাইটিস;
* লুপাস;
* হিস্টোপ্লাজমোসিস (ফুসফুসের সংক্রমণ)।
এই ধরনের রোগগুলো স্থায়ী নয়, আর সহজে নিরাময় যোগ্য।
এই সমস্যা পরিত্রাণে প্রথম পদক্ষেপ হলো, ঘুম থেকে উঠে গা ব্যথা হওয়ার কারণ খুঁজে বের করা। আর সেই হিসেবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনমতো চিকিৎসা নেয়া।
লেখক: জনস্বাস্থ্য বিষয়ক লেখক ও গবেষক এবং ব্যবস্থাপনা পরিচালক
খাজা বদরুদজোদা মডার্ন হাসপাতাল, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।