খেলা
শেষ দুই ওয়ানডেতে নেই মুশফিক দলে যোগ দিলেন নাহিদ ও নাসুম
স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারআফগানিস্তানের বিপক্ষে একের পর এক উইকেট পড়ে বাংলাদেশের, কিন্তু মুশফিকুর রহীমের দেখা মেলে না। তখন চোটের শঙ্কা মনে হলেও জানা যায়নি। তবে গতকাল বিকেলে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিক। এই কারণে পরের দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে ভিসা জটিলতা কাটিয়ে গতকাল সংযুক্ত আরব আমিরাতে পৌছেছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।
বুধবার শারজাহতে ভস হাতে তিনটি ক্যাচ নেন মুশফিক। পরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি। ব্যাটিংয়ে নামেন ৭ নম্বরে। যদিও শুরুতে মনে হয়েছিল ব্যাটিংয়ে নামার প্রয়োজন হবে না তার। কিন্তু মাত্র ২৩ রানে শেষ ৮ উইকেট হারানো পাগলাটে ব্যাটিংয়ের ম্যাচে নামতে হয় তাকে। তবে দলকে বাঁচাতে পারেননি তিনি।
বিসিবির বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে, উইকেটের পেছনে বল ধরতে গিয়ে বাম তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পরে এক্স-রে রিপোর্টে দেখা যায় আঙুলের জয়েন্টে চিড় ধরা পড়েছে।
জাতীয় ক্রিকেট দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, ‘মুশফিক বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে থাকছেন না। তার অবস্থা এবং পুনরুদ্ধারের সময়কাল পরবর্তীতে জানানো হবে।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবার ওয়ানডেতে ডাক পান পেসার নাহিদ আহমেদ। আর এক বছর দলে ফেরার কথা ছিল নাসুম আহমেদের। কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ শুরুর আগে পৌছাতে পারেননি তারা। ভিসা জটিলতায় দেশেই আটকে ছিলেন দুজনে। ফলে ১৩ জনের স্কোয়াড নিয়ে প্রথম ম্যাচ খেলতে হয় বাংলাদেশকে। তবে অবশেষে দুজনেরই ভিসা জটিলতা কেটেছে, গতকাল দুপুরেই তারা আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন।