খেলা
ড্র মেনে নিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

গল টেস্টে ৫ ওভার বাকি থাকতেই ড্র মেনে নিলো বাংলাদেশ। তখনও শ্রীলঙ্কার হাতে ছিল ৬ উইকেট। ৮৭ ওভারের খেলা শেষে ৬ উইকেটে ২৮৫ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংস মিলিয়ে ২৯৫ রানের লিড নেয় বাংলাদেশ। জয়ের জন্য টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৯৬ রান করতে হবে শ্রীলঙ্কাকে। লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলতেই ম্যাচ ড্র মেনে নেয় দুই দল। নাজমুল হোসেন শান্তর ড্র এর প্রস্তাব দিলে মেনে নেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।
পরপর জোড়া শিকার বাংলাদেশের
সপ্তম ওভারে বোলিংয়ে এসেই আরেক ওপেনার মাথুম নিশাঙ্কাকে তুলে নিলেন নাঈম হাসান। বাংলাদেশের জয়ের জন্য দরকার আর ৮ উইকেট।
প্রথম উইকেট বাংলাদেশের
ষষ্ঠ ওভারে লাহিরু উদারাকে লিটনের ক্যাচ বানিয়ে ফেরালেন তাইজুল ইসলাম। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২৬৪ রান, বাংলাদেশের প্রয়োজন ৯ উইকেট।
জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ২৯৬
৮৭তম ওভারে ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে টাইগারদের লিড ২৯৫ রানের। ব্যক্তিগত ১২৫ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত ও ৭ রান আসে নাঈম হাসানের ব্যাট থেকে।
দুর্দান্ত সেঞ্চুরি শান্তর
দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৪৮ রান। লাল বলে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬তম ক্রিকেটার শান্ত। ৮৪.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৮, লিড ২৬৮ রানের।
লিটনের পথ অনুসরণ করলেন জাকেরও
দ্বিতীয় ইনিংসে স্রেফ পাঁচ বল খেলে ৩ রান করেই সাজঘরে ফিরেছেন লিটন কুমার দাস। অল্প সময়ের ব্যবধানে ফিরেছেন জাকের আলীও (২)। ৯৭ রানে অপরাজিত থাকা শান্তকে সঙ্গ দিচ্ছেন নাঈম হাসান (২*)। ৮১.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫২, লিড ২৬২ রানের।
ফের বৃষ্টির পর রোদ উঠেছে
লাঞ্চের বিরতিতে ফের প্রবল বৃষ্টি হয়েছে। গলের আকাশে এখন রোদ উঠেছে। এর মধ্যে বৃষ্টি না নামলেও কভারে জমে থাকা পানি সরিয়ে খেলা শুরু করতে অন্তত ঘন্টাখানেক লাগবে।
বৃষ্টির পর লাঞ্চের বিরতি
বৃষ্টির পর রোদ উঠলেও খেলা পুনরায় মাঠে গড়ায়নি, দেয়া হয়েছে লাঞ্চের বিরতি।
৪৯ রানে মুশফিকের বিদায়ের পরপরই বৃষ্টির আগমন
ব্যক্তিগত ফিফটি থেকে স্রেফ ১ রান দূরে থাকতে থারিন্দু রত্নায়েকের ডিরেক্ট থ্রোতে রানআউট মুশফিকুর রহীম। জায়ান্ট স্ক্রিনে থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিতে দিতেই নামলো বৃষ্টি। ৭৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭, লিড ২৪৭ রানের। ব্যক্তিগত ৮৯ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।
সেঞ্চুরি আর ফিফটির কাছেই শান্ত-মুশফিক
চতুর্থ উইকেটের জুটি শতরান ছাড়িয়েছে আগেই। এই উইকেটে মুশফিকুর রহীম আর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ১০৫ রান। ব্যক্তিগত সেঞ্চুরি থেকে শান্ত দূরে ১৪ রান আর ফিফটি থেকে মুশফিকের দূরত্ব স্রেফ ২। ৭৪ ওভারে বাংলাএশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৩, লিড ২৪৩ রানের।
শেষ দিনের খেলা শুরু
শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের শেষ দিন আজ। ১৮৭ রানে এগিয়ে থেকে ব্যাটিং করছে বাংলাদেশ। জয়ের জন্য আজ স্বাগতিকদের অলআউট করার আগে দরকার ভালো পুঁজি। ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (৬২*) সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহীম। ৬০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮৭, লিড ১৯৭ রানের।