ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

হেডিংলি টেস্ট

ভারত কিংবা বৃষ্টি, কেউই থামাতে পারলো না ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক

(৬ দিন আগে) ২৫ জুন ২০২৫, বুধবার, ১২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন

mzamin

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রথম টেস্টের আজ পঞ্চম দিন এক পর্যায়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ভারত। তবে শেষ পর্যন্ত ইংলিশদের অভিজ্ঞ ক্রিকেটার জো রুট দেখালেন কেনো তিনি নিজ দেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটার। তার আগে ব্যক্তিগত ১৪৯ রানে জয়ের ভিতটা গড়ে দিয়ে যান ওপেনার বেন ডাকেট। মাঝে ক’বার বৃষ্টি হানা দিলেও শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আর সফরের প্রথম ম্যাচে ভারতের এক মহান কীর্তি পরিণত হলো বিষাদে।

নিজেদের ৯৩ বছরের লাল বলের ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি তুলে নিয়েছিলো ভারতীয়রা। ১৪৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাস এমন কিছু দেখেছে স্রেফ ষষ্ঠবার। তবে এর আগের পাঁচবার এই কীর্তি গড়েও হারেনি কোনো দল। আজ সেই লজ্জায় পড়লো ভারত। হেডিংলি টেস্টে শেষ দিনে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ৩৫০ রান। ১ রানের জন্য দেড়শ’ না ছুঁতে পেরে ডাকেট ফিরে যাবার পরের বলেই তাকে অনুসরণ করেন আগের ইনিংসে ৯৯ রানে ফেরা হ্যারি ব্রুক। ১৫ বছরের মধ্যে ইংলিশদের প্রথম ওপেনার হিসেবে টেস্টর চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেন ডাকেট। সবশেষ এই কীর্তি গড়েছিলেন অ্যালেস্টার কুক, ২০১০-এ বাংলাদেশের বিপক্ষে মিরপুরে। হঠাৎ ম্যাচে ফেরার আভাস দেয় সফরকারীরা। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ভারতের আশা জাগান শারদুল ঠাকুর। এরপর অধিনায়ক বেন স্টোকসও ফিরে গেলে দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন রুট আর জেমি স্মিথ। দু’জনই অপরাজিত থাকেন যথাক্রমে ৮৪ বলে ৫৩ আর ৫৫ বলে ৪৪ রানের ব্যক্তিগত ইনিংস খেলে। আগের ইনিংসে ৫ উইকেট নেয়া জশপ্রিত বুমরাহ শেষ ইনিংসে কোনো উইকেট পাননি, মোহাম্মদ সিরাজও উইকেটশূন্য। দু’টি করে উইকেট নেন শারদুল ও প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচে একটি বড়সড় রেকর্ডও হয়েছে। হেডিংলি টেস্টে দু’দলের মোট রান হয়েছে ১৬৭৩। এর আগে ভারত-ইংল্যান্ড মধ্যকার কোনো লাল বলের ম্যাচে এত রান দেখা যায়নি। ১৬১৪ রানে তালিকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৯৯০-এর ৯ই আগস্ট, ম্যানচেস্টারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২রা জুলাই, বার্মিংহ্যামে।

 

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত ১ম ইনিংসঃ ৪৭১

ইংল্যান্ড ১ম ইনিংসঃ ৪৬৫

ভারত ২য় ইনিংসঃ ৩৬৪

ইংল্যান্ড ২য় ইনিংসঃ লক্ষ্য ৩৭১, ৮২ ওভারে ৩৭৫/৫ (ডাকেট ১৮৯, ক্রলি ৬৫, রুট ৫৩*; শারদুল ২/৫১, কৃষ্ণ ২/৯২)

ফলঃ ৫ উইকেটে জয়ী ইংল্যান্ড

ম্যান অব দ্য ম্যাচঃ বেন ডাকেট

অ্যান্ডারসন-টেন্ডুলকার পাঁচ ম্যাচ সিরিজঃ ইংল্যান্ড ১-০ ভারত 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status