খেলা
‘ব্যাগি গ্রিন’ হারিয়েছেন কামিন্স
স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ‘ব্যাগি গ্রিন’ক্যাপ হারিয়েছেন প্যাট কামিন্স। হারিয়ে যাওয়া টুপি দিয়েই কাজ চালাচ্ছেন তিনি। প্রথম টেস্টে টস করতে নামার সময় ব্যাপারটা বোঝা যায়। পরে জানা যায় কামিন্সের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণে তাকে অন্য একটি ক্যাপ পরতে হয়েছে। কামিন্স নিজের পুরোনো ক্যাপটি টসের আগে পরতে চাননি। নতুন ক্যাপ পরে সিরিজে নামতে চেয়েছিলেন। সেটি হারিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে তাকে। পুরনো ক্যাপ দিয়েই কাজ চালাতে হচ্ছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত
১
হেডিংলি টেস্ট/ ভারত কিংবা বৃষ্টি, কেউই থামাতে পারলো না ইংল্যান্ডকে
৯
সরাসরি/ ৮ উইকেটে ২২০ রানে দিনের সমাপ্তি
১০