ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বিপিএলে আসছে ‘নোয়াখালী রয়্যালস’

স্পোর্টস রিপোর্টার
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
mzamin

সায়ান গ্লোবালস নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ‘নোয়াখালী রয়্যালস’ নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল দল নেয়ার জন্য বিসিবিতে দরপত্র জমা দেয় তারা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যোগাযোগের জন্য লন্ডনের একটি ঠিকানা দেওয়া আছে। বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার আবেদন জানিয়েছে তারা।নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে গতকাল মিরপুরে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের দিক থেকে পুরোপুরি প্রস্তুত, যে ডকুমেন্টেশনগুলো লাগে (বিসিবিকে দেওয়ার জন্য), এগুলো আমাদের জানা আছে, আমরা তৈরি করে রেখে দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাবটা তাঁরা ইতিবাচকভাবে দেখবেন এবং নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবে।’ এ ছাড়া গত ২৪শে জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে সায়ান’স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। 
এ নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, বিসিবি যখন ইওআই (এক্সপ্রেস অব ইন্টারেস্ট) অথবা দল নির্বাচনের বিডিং আহ্বান করবে, তখন সবকিছু একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। বিপিএলে এখন পর্যন্ত ১১ আসর মাঠে গড়িয়েছে। কখনোই নোয়াখালী নামে কোনো ফ্র্যাঞ্চাইজি দেখা যায়নি। বিপিএলের আগামী আসর কবে হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status