ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান ১৪৪৬ হিঃ

বিনোদন

পাকিস্তান থেকে হত্যার হুমকি কাপিল শর্মাকে

বিনোদন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৩ অপরাহ্ন

mzamin

সাইফ আলী খানের উপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ফের আতঙ্ক মুম্বই শহরের টিনসেল টাউনে। এবার হুমকির বার্তা পেলেন উপস্থাপক ও কৌতুকশিল্পী কাপিল শর্মা। জানা যায়, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয় তাকে।  শুধু কাপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে তদন্তও শুরু করেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বইয়ের অম্বোলি থানার পুলিশ এফআইআর দায়েরও হয়েছে বলে জানা যায়। পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষযকে হালকা ভাবে নেবেন না। 

আমরা আপনাদের প্রতি দিনের জীবনযাপনের উপর নজর রাখছি। এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে। সাইফের ঘটনার পরে এই হুমকিবার্তা আসায় ফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে। গত সপ্তাহে অভিনেতার বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতী। চুরির উদ্দেশ্য নিয়েই শরিফুল নামের এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন, এমনই জানিয়েছে মুম্বই পুলিশ। সেই রাতে সাইফ বাধা দিতে গেলে তার উপর চড়াও হন শরিফুল নামে সেই হামলাকারী। ছয়বার ছুরিকাঘাতে রক্তাক্ত করেন অভিনেতাকে।

পাঠকের মতামত

নোংরামি ছাড়া আর কিছু না!

Sakhowat Hossain Sha
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:২২ অপরাহ্ন

এটা ভারতের নীল নকশা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ভারতের কুটচাল।

ইমরান
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ বিমানে বোমা বিস্ফোরণের যে হুমকি দেওয়া হয়েছে, সেটা নাকি পাকিস্তানী নাম্বার থেকে দেওয়া হয়েছে। এখন কপিল শর্মা ও অন্যান্যদেরকে দেওয়া হুমকিও নাকি পাকিস্তান থেকে এসেছে। কোন কারসাজি নেই তো?পাকিস্তানকে বেকায়দায় ফেলার জন্য প্লট করা হচ্ছেনা তো?

আবদুল মালেক
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:০১ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status