ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

সীমান্ত লাগোয়া গ্রামে বাঙ্কারের ভিতরে ৬২ হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৬:৫১ অপরাহ্ন

ভারত- বাংলাদেশ সীমান্তে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় একটি বাগানে চারটি লোহার বাঙ্কারের সন্ধান পাওয়া গিয়েছে।  বিএসএফের আশঙ্কা, ওই লোহার বাঙ্কারের ভিতরে বিস্ফোরক থাকতে পারে। শুক্রবার  ও শনিবার প্রায় দুই বিঘা জমি ঘিরে বিএসএফ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায়। তবে বাঙ্কারগুলো খুলে দেখা যায় হাজার  হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ রয়েছে। উদ্ধার  কাজ শেষ হবার পর জানা গিয়েছে,  ৬২,২০০টি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল মজুদ ছিল বাঙ্কার গুলিতে।  সিরাপের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি রুপির বলে জানান হয়েছে।  ধারণা করা হচ্ছে, বাংলাদেশে পাচার করার জন্য বোতলগুলো বাঙ্কারের মধ্যে লুকিয়ে রেখেছিল পাচারকারীরা।

জমিটির মালিকের কোনও খোঁজ পাওয়া যায় নি। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের  ডিআইজি (জনসংযোগ) নীলোৎপল পাণ্ডে বলেন, সীমান্ত জুড়ে পাচার চক্রের একটি বড় নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। বিএসএফের অন্যতম সাফল্য এটি। জড়িতদের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status