ভারত
তোলাবাজি রুখতে বড় সিদ্ধান্ত, মণিপুরে এবার ‘অ্যান্টি-এক্সটরশন সেল’!
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

তোলাবাজি সম্পর্কিত কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় কড়া সিদ্ধান্ত নিলো ভারতের মণিপুর রাজ্যের সরকার। স্বরাষ্ট্র বিভাগের অধীনে গঠন করা হলো অ্যান্টি-এক্সটরশন সেল’ বা চাঁদাবাজি বিরোধী সেল। এটি রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলস/সেনাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত। এই উদ্যোগের লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও চাঁদাবাজি-সম্পর্কিত কার্যক্রম মোকাবেলা করা। সেলের কাজ হবে সাধারণ নাগরিক, সরকারি কর্মচারি, ঠিকাদার এবং অন্যান্যদের তোলা আদায়ের জুলুমবাজি থেকে রক্ষা করা।
সরকার টোল-ফ্রি নম্বর: 1800 202 3326-এর মাধ্যমে চাঁদাবাজি বিরোধী সেলকে হুমকি বা চাঁদাবাজি সংক্রান্ত যে কোনও মামলা (কল, বার্তা বা চাহিদাপত্র) রিপোর্ট করার জন্য সরকারি কর্মকর্তাসহ জনসাধারণের কাছে আবেদন করেছে। মণিপুরে মুখ্যসচিব প্রশান্ত কুমার সিং জানান, চব্বিশ ঘণ্টা সচল থাকবে একটি টোল-ফ্রি নম্বর। ওই ফোন নম্বর মারফত তোলাবাজির অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেবে তোলা আদায় বিরোধী এই সেল।
আমজনতাকে একশ শতাংশ নিরাপত্তা দেয়াই হবে এই সেলের প্রধান লক্ষ্য। প্রশান্ত কুমার সিং বলেন, 'আমাদের কাছে খবর আছে সরকারি কর্মী-সহ বহু মানুষকে মোবাইল ফোন, মেসেজ, এমনকি চিঠি দিয়ে হুমকি দিচ্ছে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন। দাবি না মানলে প্রাণে মেরে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মণিপুরে হুমকি দিয়ে টাকা আদায়ের ঘটনা রাজ্য পুলিশের কাছেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সেল যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানার সাথে সমন্বয় রেখে কাজ করবে। জনসাধারণকে অনিরাপদ স্থান এড়িয়ে যাবার পরামর্শ দেয়া হচ্ছে। মণিপুর সরকার এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য নাগরিকদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা চেয়েছে।
সূত্র : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস