ভারত
ভারতে ওয়াকফ বিল অনুমোদিত যৌথ সংসদীয় কমিটিতে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার, ৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০১ পূর্বাহ্ন

ভারতে ওয়াকফ বিল বিরোধীদের আপত্তি সত্ত্বেও সোমবার যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) অনুমোদন দেয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল সাংবাদিকদের এ কথা জানান। সংবাদ সংস্থার খবর, বিরোধী সাংসদদের আনা ৪৪টি সংশোধনী কমিটিতে ধ্বনি ভোটে খারিজ করে দেওয়া হয়েছে। গত সপ্তাহেই কমিটির বৈঠকে বিরোধীদের সঙ্গে বিজেপি সাংসদদের বিতণ্ডার জেরে ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। জানা গেছে, গত অগস্টে ওয়াকফ বিলের যে খসড়া আদালতে পেশ করা হয়েছিল, সেটিতে ১৪টি বদল এনে এই বিলকে অনুমোদন দিয়েছে যৌথ সংসদীয় কমিটি। আগামী ২৯ জানুয়ারি এই ১৪টি পরিবর্তনের ওপরে ভোটাভুটি হবে কমিটিতে। এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট সংসদে জমা দেওয়া হবে। বিরোধী সাংসদদের অভিযোগ, এমন কাজকর্ম করা হচ্ছে, যা সংসদীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
অভিযোগ, দিল্লি নির্বাচনের কথা ভেবেই শাসক বিজেপি ওয়াকফ বিল নিয়ে তাড়াহুড়ো করছে। গত বছর সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তারপর ৮ আগস্ট সেই বিলটি পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে। বিলটির লক্ষ্য ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ বোর্ড এবং পরিচালনার সমস্যার মোকাবেলা করা। বিরোধী দলের অভিযোগ, এই বিলের মাধ্যমে সরকার ওয়াকফ কমিটির ক্ষমতা খর্ব সম্পত্তি সামলানোর ক্ষেত্রে বিভিন্ন বিষ যেয় সংশোধনের চেষ্টা করা হচ্ছে ওই বিলের মাধ্যমে।