অনলাইন
দুর্ঘটনায় সারজিস আহত
মেডিকেল রিপোর্টার
(১ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে নেয়া হয়।
আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌঁড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।
ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন জানান,উনার বাম চোখে একটা স্টিচ সেলাই দেয়া হয়েছে, তিনি সুস্থ আছেন।
পাঠকের মতামত
আল্লাহ সহায়। দ্রুত সুস্থ হয়ে উঠুন।
এখনো পর্যন্ত দেশের স্বার্থে জনগণের স্বার্থে তোমাদেরকে ভরসা মনে করি। এবং তোমাদের সাথে থাকার জন্য মনস্থ করে আছি। কিন্তু আল্লাহ ভাল জানেন..................।
May Allah bless & recover Sarjis soon.
গৌরবময় এই বীর সন্তানের দ্রুত সুস্থ্যতা কামনা করি মহান রবের কাছে
আল্লাহ পাকের দয়া হোক তোমার উপর।
আল্লাহ পাক আমার ছোটো ভাইকে খুব দ্রুত সুস্থ করে দিন, আমিন সুম্মা আমিন,