শেষের পাতা
সারা দেশে আজ থেকে বিএনপি’র সমাবেশ
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবারনির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে আজ থেকে সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি। ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি করবে দলটি। বুধবার থেকে আগামী ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দিনে ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি।
আজ যেসব জেলায় সমাবেশ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা হলো: স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ খুলনা, গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাট, নজরুল ইসলাম খান সিরাজগঞ্জ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ব্রাহ্মণবাড়িয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পটুয়াখালী।
সমাবেশে বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা সহযোগী সমন্বয় করবেন এবং জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন ও কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।