শেষের পাতা
বিশ্ব নেতাদের নিন্দা, ট্রাম্প বললেন- লজ্জাজনক
মানবজমিন ডেস্ক
৮ মে ২০২৫, বৃহস্পতিবার
পাক-ভারত উত্তেজনা এখন সংঘাতে রূপ নিয়েছে। বুধবার রাতে পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। দিল্লির কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাশাপাশি একটি সশস্ত্র ড্রোনও ধ্বংস করেছে তারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সকল বিমান অক্ষত আছে। ফ্রান্স এবং বৃটেনের তৈরি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ভারত। যার মধ্যে রাফাল, এসইউ৩০এমকেআই এবং এমআইজি সিরিজের তিনটি বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে পাকিস্তান। ভারতের অতর্কিত এমন হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ট্রাম্পের নিন্দা: ভারতের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্যদিকে এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে, কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।’ খুব শিগগিরই চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই কর্মকর্তার সঙ্গে উত্তেজনা নিরসনে যোগাযোগে বিষয়টি জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, আমরা পাকিস্তান ও ভারতকে দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার অনুরোধ করে যাচ্ছি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের এ কথা বলেন।
উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর: সংঘাত এড়াতে ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউস জানিয়েছে- উভয়পক্ষের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। পরিস্থিতি শান্ত করতে এবং আরও উত্তেজনা রোধ করতে ভারত ও পাকিস্তানকে পুনরায় যোগাযোগের পথ খুলতে উৎসাহিত করছেন রুবিও।
জাতিসংঘের উদ্বেগ: পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোয় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন এ বিষয়ে তিনি খুব উদ্বিগ্ন। হামলার কয়েক ঘণ্টা পর তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ কথা জানান। তিনি বলেছেন, কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারে না।
উত্তেজনা নিরসনে উভয় দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বৃটেন: উত্তেজনা নিরসনে উভয় দেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে বৃটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস। ভারত ও পাকিস্তানকে নিজেদের বন্ধু ও অংশীদার বলে উল্লেখ করেছেন তিনি। জোনাথন বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ, উত্তেজনা কমাতে উভয়ের দেশকে সমর্থন করার জন্য আমরা যা কিছু করতে পারি, আমরা করতে ইচ্ছুক।
উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন: দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এ দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে চীন। এক্ষেত্রে ভারত ও পাকিস্তান- উভয় দেশকে শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ভারতের সামরিক পদক্ষেপের জন্য দুঃখিত এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
পাকিস্তানের পক্ষে সংহতি জানিয়েছে তুরস্ক: পাকিস্তানের মাটিতে ভারতের হামলার জেরে পাকিস্তানের পক্ষে সংহতি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। হামলার পরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন- হাকান ফিদান। সে সময় তিনি পাকিস্তানের পক্ষে তার সংহতির কথা পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বিঘ্ন হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফিদান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাপ্রবাহের ওপর ঘনিষ্ঠ নজর রাখছেন বলেও জানিয়েছেন শাফকাত।
উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান রাশিয়ার: ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এক্ষেত্রে উভয় দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মস্কো। বিবৃতিতে দুই দেশের সঙ্গেই উষ্ণ সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৪৭ সালে বৃটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে মোট তিনবার পূর্ণমাত্রার যুদ্ধ হয়েছে।
বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান ফ্রান্সের: সংঘাতময় এলাকার বেসামরিক মানুষদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। এছাড়া উভয় দেশকে চরম সংযমের কথা বলেছে দেশটি। প্যারিস থেকে এক টেলিভিশন সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন- নোয়েল ব্যারোট বলেছেন, সন্ত্রাসবাদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার ভারতের আকাঙ্ক্ষা আমরা বুঝতে পারি, তবে আমরা স্পষ্টতই ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা এড়াতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।
ভারতের পক্ষে সংহতি ইসরাইলের: ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রিউভেন আজার এক বিৃবতিতে বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরাইল। এক্সে পোস্ট করা ওই বিবৃতিতে তিনি আরও বলেন, সন্ত্রাসীদের জানা উচিত নিরপরাধ মানুষের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে পরিণতি থেকে পালানোর কোনো সুযোগ নেই।
সামরিক সংঘাত এড়ানোর আহ্বান জাপানের: ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাপান। দেশটির মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি বলেছেন, ২২শে এপ্রিল কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলায় আমাদের দেশ তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি আমরা তীব্র উদ্বেগ প্রকাশ করছি এমন পরিস্থিতি আরও প্রতিশোধমূলক স্পৃহার দিকে নিয়ে যেতে পারে। যাতে পরিস্থিতি পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে পৌঁছতে পারে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার দৃঢ় আহ্বান জানাচ্ছি।
কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের আহ্বান কাতারের: কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে কাতার। এছাড়া এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক চ্যানেল খোলা রাখার জরুরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উত্তেজনা প্রশমনের আহ্বান জার্মানির: যেকোনো ধরনের উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জার্মানি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বার্লিন উভয় দেশের সঙ্গে যোগাযোগ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। উভয় দেশের সামরিক সংঘাত উপশমের আহ্বান জানিয়েছে জার্মানি।
কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সংযুক্ত আরব আমিরাতের: ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে উভয় দেশকে কূটনৈতিক আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। এক বিবৃতিতে তিনি বলেছেন, কূটনীতি এবং সংলাপই শান্তিপূর্ণভাবে সংকট সমাধান করার কার্যকরী উপায়।