ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাফন মিছিল

অর্থনৈতিক রিপোর্টার
৯ মে ২০২৫, শুক্রবার

শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা বিনিয়োগকারীরা এবার ‘কাফন মিছিল’ করেছেন। এই কাফন মিছিল থেকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে মতিঝিলে এই কাফন মিছিল করা হয়। বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেন বিনিয়োগকারীরা।

কাফন মিছিল থেকে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার বোঝেন না। এটা যেমন সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, তেমনি বিএসইসি’র সাবেক স্বনামধন্য চেয়ারম্যান ও স্টেকহোল্ডাররাও বলছেন। তাই বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ করা উচিত।

এদিকে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সংঘাতকে কেন্দ্র করে অস্বাভাবিক দরপতন হয়েছিল দেশের পুঁজিবাজারে। ঘটেছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ দরপতন। তবে অকারণ ভীতির সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছে বাজার। বৃহস্পতিবার সকালেই বাজার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচক ঊর্ধ্বমুখী। বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম। 
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৫ দশমিক ৬৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ২ শতাংশ। এ ছাড়া ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৮ হাজার কোটি টাকা। অথচ একদিন আগে বাজারটিতে ৯৬ দশমিক ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে এবং প্রধান মূল্যসূচক কমে ৩ শতাংশ। একই দিনে বাজার মূলধন কমে ১০ হাজার কোটি টাকা।

দিনের লেনদেন শেষে সব খাত মিলিয়ে ডিএসইতে ৩৭৭ কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০টির। এ ছাড়া ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। 
এভাবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার কারণে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। 

সবকয়টি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৫০ কোটি ৪০ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৮৯ প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৬১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৫২ লাখ টাকা।

 

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status