ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিককে ‘পুশইন’

খাগড়াছড়ি প্রতিনিধি
৮ মে ২০২৫, বৃহস্পতিবার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে জোর করে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) করেছে ভারতীয় বিএসএফ। বুধবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপি’র আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ি উপজেলার রূপসেনপাড়া বিওপি এলাকা দিয়ে ২৪ জন এবং বিটিলা বিওপি এলাকা দিয়ে ৬ জন এবং তাইন্দং দিয়ে আরও ৯ জনসহ মোট ৬৬ জনকে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর তথ্য পাওয়া গেছে। অনুপ্রবেশ করানো এসব ভারতীয় নাগরিকরা প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তারা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন। বুধবার ভোরে মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশ করানো ভারতীয় নাগরিকরা গোমতি ইউনিয়নের জনৈক আবুল হোসেন মাস্টারের বাড়িতে অবস্থান করেন। পরে বিষয়টি জানতে পেরে শান্তিপুর বিওপি হতে বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল গিয়ে তাদের আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান যে, তারা গুজরাটের বাসিন্দা।

খাগড়াছড়ি ৩২ বিজিবি’র অধীনস্থ পানছড়ি উপজেলার রূপসেনপাড়া বিওপি’র টহল কমান্ডারের নেতৃত্বে রূপসেনপাড়া নামক স্থানে ৩টি পরিবারের ২৪ জন এবং বিটিলা বিওপি’র এলাকা দিয়ে ৬ জনসহ সর্বমোট ৩০ জন ভারতীয় নাগরিককে আটক করেন। যাদের রূপসেনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে। এর মধ্যে ২৩ জন নারী, ৩ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

গুজরাটের বাসিন্দারা জানান, তাদেরকে প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং ১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ। এর আরও আগে গুজরাট হতে ২টি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে প্রথমে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। এরপর পরিকল্পনা মাফিক পর্যায়ক্রমে এদেরকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করানো হচ্ছে বলে জানান ভারতীয় নাগরিকরা।

খাগড়াছড়ি স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) নাজমুন আরা সুলতানা বলেন, ‘খাগড়াছড়িতে ৬৬ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করেছে বিজিবি। আটককৃত ভারতীয় নাগরিকরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পুনরায় পুশব্যাকের বিষয়ে কাজ চলছে। যত দ্রুত সম্ভব তাদের পুশব্যাক করা হবে।’
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status