ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

সংসদে বিতর্ক: ভারতীয় সংবিধানের নতুন সংস্করণ থেকে বাদ কেন নন্দলাল বসুর আঁকা ছবিগুলো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩১ পূর্বাহ্ন

ভারতীয় সংবিধান রচনার পর তাতে মহাত্মা গান্ধীর অনুরোধে শিল্পী নন্দলাল বসু সেটি অলঙ্করণ করেছিলেন। তাতে ছিল, ভারতীয় সভ্যতার অভিজ্ঞান সংক্রান্ত ২২টি মিনিয়েচার— সিন্ধু সভ্যতার সিল, রামচন্দ্র, বুদ্ধ, মহাবীর, কৃষ্ণার্জুন, বিক্রমাদিত্য, লক্ষ্মীবাই, শিবাজি এবং অন্যান্য। এছাড়ও ছিল, প্রেমবিহারী নারায়ণ রায়জাদার ক্যালিগ্রাফি। এই অলঙ্করণ সহ সংবিধান প্রথম ছাপা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সংবিধানের যে সংস্করণ ছাপা হয়েছে তাতে নেই সেই সব অলঙ্করণ। আর এই নিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্ক তৈরি হযেছে। মঙ্গলবার জিরো আওয়ারে এই ষিয়টি তুলে ধরেন বিজেপির সাংসদ রাধামোহন দাস আগরওয়াল। তিনি অভিযোগ করেন, ভারতীয় সংবিধানের নতুন যে সংস্করণ এখন পাওয়া যায়, তাতে নন্দলাল বসুর আঁকা ২২টি মিনিয়েচার ছবি নেই।  রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধান তার আদি রূপেই প্রচারিত হওয়া উচিত। সংসদ অনুমোদিত সংশোধনী ছাড়া আর কোনও কিছুই তার সঙ্গে জোড়া বা তার থেকে বাদ দেওয়া উচিত নয়। সরকার যেন এ ব্যাপারে সক্রিয় হয় এবং পদক্ষেপ করে।

ইতিপূর্বে শাসক বিজেপির বিরুদ্ধে সংবিধান না মানা এবং সংবিধান ধ্বংস করতে চাওয়ার অভিযোগ এনেছে কংগ্রেস। এবার বিজেপির তরফে নন্দলালের ছবিকে হাতিয়ার করে পরোক্ষে কংগ্রেসের প্রতি সংবিধান অবমাননার অভিযোগ তোলা হল। কংগ্রেস সাংসদরা অবশ্য এটিকে অপ্রযোজনীয় বিতর্ক বলে মন্তব্য করে ওয়াকআউটও করে। রাধামোহনের অভিযোগ, এখন কোনও নাগরিক সংবিধান কিনতে গেলে যে সংস্করণটি পাবেন, সেটি সংবিধানের আদিরূপ নয়। কখন কী কারণে জানি না, সংবিধানের বহু অংশ অসাংবিধানিক ভাবে বাদ দেওয়া হয়েছে। অথচ আমরা জানি, সংবিধানের দাঁড়ি-কমা বদলাতে গেলেও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সংবিধান সংশোধনী আনতে হয়। এরপরে রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় বলেন, কোনও রকম সংশয়ের অবকাশ নেই। আমি নির্দিষ্টভাবে বলছি, সংবিধানপ্রণেতারা সই করে নন্দলালের ছবি সম্বলিত যে সংবিধান গ্রহণ করেছিলেন, সেটাই অকৃত্রিম। পরবর্তী কালে যে সব সংশোধনী এসেছে, সেগুলো এর সঙ্গে জোড়া হতে পারে। কিন্তু বিচারবিভাগ বা অন্য কোনও প্রতিষ্ঠান দ্বারা অন্য কোনও পরিবর্তন গ্রহণীয় নয়। তিনি আরও বলেন, সরকার দেখুক, অকৃত্রিম সংবিধানই যাতে প্রচার পায়। এর অন্যথা হলে সরকারের উচিত কড়া পদক্ষেপ করা।’’

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status