ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশের চেয়ে ভালো করবে আফগানিস্তান, বললেন পন্টিং

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

১৯শে ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ বছর আগে যখন শেষবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল, তখন সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবার শেষ চার থেকে বাদ গেলেও এবার শিরাপা জয়ের লক্ষ্য টাইগার কোচ ফিল সিমন্সের। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বাংলাদেশ নিয়ে আশাবাদী নন। তার দাবি, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধুঁকতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসিকে দেয়া এই কিংবদন্তি বলেন, ‘যখন আপনি দলটিকে (বাংলাদেশ) বাকি দলের সঙ্গে মিলিয়ে দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর চেয়ে তাদের গুণগত মানে কিছুটা ঘাটতি আছে। সত্যি বলতে আমি মনে করি, তারা ধুঁকতে যাচ্ছে। আমি মনে করি না তাদের সেই মান আছে।’ এর পেছনে পন্টিং ব্যাখ্যাও দিয়েছেন। পন্টিংয়ের মতে, ‘যদি তারা (বাংলাদেশ) তাদের আদর্শ হোম কন্ডিশন পায়, সেক্ষেত্রে তারা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি মনে করি না তারা বাংলাদেশে যে রকম কন্ডিশন পায়, এই টুর্মানেন্টে তেমনটা পেতে যাচ্ছে। তাই এটা একটা বড় শূন্যতা, যা তাদের পক্ষে পূরণ করা কঠিন।’
একই সঙ্গে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো টুর্নামেন্ট কাটাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন পন্টিং। তার মতে, ‘ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো চ্যাম্পিয়ন্স ট্রফি কাটাতে যাচ্ছে।’ স্বাগতিক পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ আগামী ১৯শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পরের দিন দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status