ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জলমহালের বিরোধ

আটপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক

আটপাড়া (নেত্রকোনা) সংবাদদাতা
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

নেত্রকোনার আটপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য অপহরণের সাজানো নাটকের ঘটনা ফাঁস হয়েছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য।  ঘটনাটি ঘটেছে উপজেলার নারাচাতল ও দৌলতপুর গ্রামকে কেন্দ্র করে। 
জানা যায়, দীর্ঘদিন ধরে নক্তি বিল জলমহাল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার নারাচাতল গ্রামের মো. আতিকুল ইসলাম ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ৯ ফেব্রুয়ারি  রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামের সকাল মিয়া (৪৫), মো. হবিক মিয়া এবং আরও ১০-১২ জন অস্ত্রের মুখে নারাচাতল গ্রামের খায়রুল ইসলামের ছেলে সোহাগ (২০)কে অপহরণ করে। 
এ বিষয়ে আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত তদন্ত শুরু করি। তদন্ত রে জানতে পারি, কথিত অপহৃত সোহাগ মিয়া আসলে দীর্ঘদিন ধরে কাজের জন্য চট্টগ্রামে অবস'ান করছেন। তাকে অপহরণের কোনো ঘটনাই ঘটেনি। তিনি বলেন, বিবাদীপক্ষকে ফাঁসানোর জন্য বাদী পক্ষ পুরো ঘটনা সাজিয়েছে। এটি প্রতিপক্ষকে আইনি জালে ফাঁসানোর একটি সুপরিকল্পিত অপচেষ্টা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status