ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মেলান্দহে মাদ্রাসার অধ্যক্ষ-ইমামকে যুবদল নেতার মারধর

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

জামালপুরে মেলান্দহে নাটকের মঞ্চে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদ করায় যুবদলের নেতাকর্মীদের হাতে মাদ্রাসার অধ্যক্ষ, ইমামসহ তিনজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে মেলান্দহ বাজারস' বৈশাখী মেলা মাঠে এ ঘটনা ঘটে।  
জানা যায়, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন ও দেলোয়ার হোসেনের উদ্যোগে গরুর হাটির বৈশাখী মেলা মাঠে একটি নাটকের আয়োজন করে। ওইদিন বিকাল থেকে মেলা মাঠে আয়োজকরা উচ্চস্বরে গান-বাজনা  বাজায়। রাত সাড়ে ১২টার দিকে মাঠের পাশে অবসি'ত মেলান্দহ জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঘুমাচ্ছিলেন।  তারা বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শামসুদ্দিনের কাছে অভিযোগ করেন। বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েও কোন সুরাহা না পেয়ে অধ্যক্ষ নিজেই কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি ইকরামুল্লাহ ও মাওলানা ইসমাইল হোসেনকে নিয়ে মেলা মাঠে যান। তিনি আয়োজকদের শব্দ কমিয়ে দেয়ার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অন্যতম আয়োজক যুবদল নেতা দেলোয়ার, ইউপি সদস্য আবদুর রশিদ, মাহবুব মেম্বারসহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। পরে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় গতকাল সকালে উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাফির রহমান বাবুল সমবেদনা জানাতে মাদ্রাসায় গেলে ছাত্র-জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে তিনি শিক্ষকদের সহযোগিতায় স'ান ত্যাগ করেন। এ হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল ওলামা দলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের  করে। মুফতি সুলাইমান হোসেনের সঞ্চালনায় মিছিলটি মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, নির্বাহী সভাপতি মুফতি শামসুদ্দিন, সহ-সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, মুফতি ইকরামুল্লাহ প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status