ভারত
সংশোধিত ওয়াকফ বিল পাস হয়ে গেল মোদির মন্ত্রিসভায়
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

বৃহস্পতিবার নরেন্দ্র মোদির মন্ত্রিসভা ওয়াকফ সংশোধনী বিল অনুমোদন করেছে। সূত্রের খবর, যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি-এর রিপোর্টের ভিত্তিতে এটিকে সবুজ সংকেত দেয়া হয়েছে। বিজেপি এমপি জগদম্বিকা পালের নেতৃত্বাধীন জেপিসির বিজেপি সদস্যদের আনা ১৪টি সংশোধনীসহ বিলটি সংসদে পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করেছে। ইতিমধ্যেই জেপিসির সেই রিপোর্ট সংসদে প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র মেলায় আগামী ১০ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে খসড়াটি বিল আকারে সংসদে পেশ করা হতে পারে বলে এনডিটিভি প্রকাশিত খবরে জানানো হয়েছে। চলতি মাসেই ওয়াকফ বিলের ১৪টি ধারায় ২৫টি সংশোধনীসহ রাজ্যসভায় পেশ হয় যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট। বিরোধীদের হট্টগোলের মধ্যেই ওই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। তার পরেই প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। কারণ বিরোধীদের আনা ৪৪টি সংশোধনীর প্রত্যেকটিই খারিজ হয়েছে এই রিপোর্টে। এমনকি বিরোধীদের আপত্তিপত্র বা ‘ডিসেন্ট নোট’ও রাখা হয়নি রিপোর্টের মধ্যে। হট্টগোলের জেরে মিনিট দশেকের জন্য অধিবেশন মুলতুবিও করে দেন চেয়ারম্যান ধনকড়। পরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান। পরে অবশ্য এই ইস্যুতে বিরোধী এমপিদের সঙ্গে বৈঠকে বসেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রিজিজু। সেখানে আলোচনার পর শেষ পর্যন্ত বিরোধীদের দাবি মেনে নিয়েছে কেন্দ্র। বৈঠক শেষে জানা গিয়েছে, জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে বিরোধীদের আপত্তি অর্থাৎ ডিসেন্ট নোট। বিজেপি এমপি জগদম্বিকা পালের দাবি, সরকার পক্ষের তরফে ২৩ এবং বিরোধীদের তরফে ৪৪টি সংশোধনী প্রস্তাব জেপিসিতে জমা পড়েছিল। তার মধ্যে সরকার পক্ষের ১৪টি সংশোধনী ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়েছে। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে ওই বিলে প্রেসিডেন্টের অনুমোদন মিললে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’।
সূত্র : এনডিটিভি