প্রবাস
বাংলাদেশ হাই কমিশনারের সাথে ইউকে বাংলা প্রেস ক্লাবের মতবিনিময়
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(২ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩০ অপরাহ্ন

যুক্তরাজ্যে নব নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সাথে ইউকে বাংলা প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। ২৬ ফেব্রুয়ারী বুধবার লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও কমিউনিটির উন্নয়নে বাংলাদেশী মিডিয়ার অবদানের কথা তুলে ধরেন ক্লাবের সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ও বর্তমান সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ট্রেজারার মাহবুব সুয়েদ, যুগ্ম সম্পাদক আরিফ মাহফুজ, ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সোয়েব কবির, যুগ্ম সম্পাদক শামসুর রহমান সুমেল, সংগঠণের সদস্য মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হারুন অল রশীদ।
হাই কমিশনার আবিদা ইসলাম বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক দৃঢ়তার পেছনে গণমাধ্যমের ভুমিকা অন্যতম। আগামীতে সংবাদকর্মীরা বাংলাদেশী কমিউনিটি ও বাংলাদেশের উন্নয়নে বরাবরের মতোই সক্রিয় ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
মতবিনিময় শেষে নব নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।