ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

মালদ্বীপে কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাবের জমকালো টুর্নামেন্ট আয়োজন

অনলাইন ডেস্ক

(৬ দিন আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৭:০২ অপরাহ্ন

mzamin

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এই সর্বপ্রথম মালদ্বীপ প্রবাসীদের নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাবের জমকালো আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার দেশটির রাজধানীর মাপানু ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মালদ্বীপে অবস্থিত শ্রীলংকা, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশে সহ অভিবাসীদের ৪টি ফুটবল দল অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত এই ফুটসাল টুর্নামেন্টে বিভিন্ন দেশের মোট ২০টি প্রবাসীদের ফুটবল টিম অংশ করেন।

দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে টান টান উত্তেজনা, উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে ফাইনাল খেলায় এমবি এফসি একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব একাদশ ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ফ্রেন্ডস ক্লাব একাদশের আসিফ। সেরা গোলকিপার এমবিএসসির সিয়াম।

ফুটসাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এর কর্ণধার মো. বাবুল হোসেন, সেরা গোলকিপার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ থেকে আগত রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।

সাপ্তাহিক ছুটির দিনে বিপুল পরিমাণ প্রবাসীদের উপস্থিতিতে মাঠের কানায় কানায় পূর্ণ হওয়া এই যেন এক টুকরো বাংলাদেশ।  প্রবাস জীবনে কর্ম ব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই প্রবাসীদের প্রত্যাশা প্রতিবছর এই ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মো সোহেল পারভেজ।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status