প্রবাস
ইস্তাম্বুলে কনফারেন্সে বক্তারা
জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক
অনলাইন ডেস্ক
(৬ দিন আগে) ২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:৩৯ অপরাহ্ন

বাংলাদেশের জুলাই বিপ্লব বাংলাদেশের জনগণের সামাজিক বিপ্লব। এই বিপ্লবের মূল নায়ক বাংলাদেশের জনগণ। বিপ্লবকে ব্যর্থ করে দেয়ার চক্রান্ত হয়েছে অতীতে মিশরে, তিউনেশিয়ায়, লিবিয়ায়, সিরিয়ায়। জনগণকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের বন্ধু হিসেবে তুরস্ক সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়্যিপ এরদোগানের সাবেক উপদেষ্টা ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইয়াসিন আকতাই ইস্তাম্বুলে বাংলাদেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের এই কথা বলেন।
তুরস্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোসাল রিসার্সের (সিপিএসআর) উদ্যোগে ইস্তাম্বুল তিজারাত ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের গতিপথ নিয়ে আলোচনা করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত গবেষকরা যোগ দেন কনফারেন্সে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়্যিপ এরদোগানের সাবেক উপদেষ্টা ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইয়াসিন আকতাই, দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান ও যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ইউনিভার্সিটির প্রফেসর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কবির হাসান।
সম্মেলনে আনকারায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম. আমানুল হক বলেন, জুলাই বিপ্লবের পর তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক অনেক মজবুত হয়েছে। অর্থনৈতিক ও সামরিক খাতে দুই দেশের যোগাযোগ বেড়ে চলেছে। আয়োজক প্রতিষ্ঠান ও কনফারেন্স বাস্তবায়ন কমিটির সভাপতি ড. হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবকে নিয়ে এই কনফারেন্স বিপ্লব পরবর্তী বাংলাদেশ ২.০ বিনির্মাণের গুরুত্বপূর্ণভূমিকা পালন করবে।
কনফারেন্সে আরও বক্তব্য রাখেন তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন, সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান, ইস্তাম্বুল তিজারাত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর নেজিপ সিমশেক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কামরুল হাসান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. ইসমাইল হোসেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহীনুল আলম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান, ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ওসামা জামাল, গবেষণা প্রতিষ্ঠান ইসামের প্রধান অধ্যাপক ড. হোসেইন হুসনী কয়অলু, ইস্তাম্বুল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ওসমান আকগুল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুম।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিআরের নির্বাহী পরিচালক ড. আসম মাহমুদুল হাসান ও গবেষক মাকামে মাহমুদ।
উল্লেখ্য, কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয়া গবেষকগণ ১২৫টি পেপার ২৬টি ভিন্ন ভিন্ন প্যানেলে উপস্থাপন করেন। বেশিরভাগ গবেষণাপত্রের মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লবকে কেন্দ্র করে।