প্রবাস
তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিঙ্গাপুর প্রতিনিধি
(৯ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল লন্ডনে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ এবং সহ-সাধারণ সম্পাদক ইসলাম।
নেতৃবৃন্দের তরফে তারেক রহমানকে সিঙ্গাপুর বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। তারা দলের চলমান রাজনৈতিক কার্যক্রম, প্রবাসী নেতাকর্মীদের অবদান এবং প্রবাসে বিএনপির সংগঠনকে আরো শক্তিশালী করার নানা দিক তুলে ধরেন।
তারেক রহমান সিঙ্গাপুর বিএনপির নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং প্রবাসে দলের সুসংগঠিত ভূমিকা ও অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যতে বিএনপি আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।