প্রবাস
বার্সেলোনায় চট্টগ্রাম এসোসিয়েশন এর কমিটি গঠন
বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুন
(১ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ৩:০৬ অপরাহ্ন

একতা, শান্তি সহমর্মিতা ও প্রগতিকে সামনে রেখে নতুন পুরাতনের সমন্বয়ে ২৮ মে ২০২৫, সোমবার বার্সেলোনার মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে চট্টগ্রাম এসোসিয়েশন-এর আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। মহিউদ্দিন হারুনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুল চৌধুরী।
বিদেশ মাটিতে মমতার পথ পেরিয়ে চট্টগ্রামবাসীর একসাথে পথচলাসহ সহমর্মিতা ও প্রগতির ধাপে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সহযোগিতার একটি হাত প্রসারিত হোক- এই মর্মে সংগঠনের নেতৃবৃন্দের একমত প্রকাশ করে বক্তব্য রাখেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা এনামুল হক বলেন, যারা নতুন তারা আমাদের ভাই, আমাদেরই সন্তান। তাদের সহযোগিতা আমাদের দায়িত্বের বাইরে নয়। এর ব্যত্যয় হলে মানবতা বিপন্ন হয়। মানবতাকে এগিয়ে নেয়ার নিমিত্তে আজকের শপথ হোক ধর্মের সাথে কর্ম । সংগঠনটির উপদেষ্টা শিমুল চৌধুরী ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে চলার কথা উল্লেখ করে বলেন, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আমরা সবাই এক এবং অভিন্ন। সুখ-দুঃখ আমরা নবীন প্রবিণ সমন্বয়ে ভাগাভাগি করে নেব। তিনি উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
উপস্থিতি সহ ঘোষিত কার্যকরী কমিটি : প্রধান উপদেষ্টা এনামুল হক, উপদেষ্টা শিমুল চৌধুরী, সভাপতি মহিউদ্দিন হারুন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খোকন, সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, ওসমান গনি, মোহাম্মদ পারভেজ, এস এম বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ মফিজ, ইফতেখারুল আলম ইফতি, শাকেরুল্লা, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজম, মোহাম্মদ ফারুক, মোঃ হোসাইন আলভী রাজ, ওমর আকবর নিকান, মোহাম্মদ আলাউদ্দিন আকাশ, অর্থ সম্পাদক মাহাবুব আলম রুবেল, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ ছুন্নু, দপ্তর সম্পাদক ওয়াহীদুল আলম, সহ-দপ্তর সম্পাদক ফজলে রাব্বি ফাহিম, প্রচার সম্পাদক শহিদুল আলম তুহিন, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রিয়াজ, সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক জামিউল হোসাইন, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুমন, মহিলা সম্পাদক জেবুন্নেছা, সহ মহিলা সম্পাদক কানিস ফাতেমা রেখা, মমি, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহ সাংস্কৃতিক সম্পাদক অহনা দীবা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এ এম আলাউল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সেকান্দর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মন্জুরুল হোসেন সুমন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছোটন, আইন বিষয়ক সম্পাদক জাবেদ আলী, সহ আইন বিষয়ক সম্পাদক সাজ্জাদ মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য এ কে মিল্লাত, মোঃ নাদিম, প্রিয়ম, মারুফ, মোঃহোসাইন, হিরা, আব্দুল খালেক, ই এম হোসাইন,আনিসুল আজম,মোঃ ফারুক, মোঃ শাহীন, মোঃ আরফাত, মোঃ ইলিয়াছ।
সভার সভাপতি সহযোগিতা ও সহমর্মিতার হাত প্রসারিত রেখে সংগঠনের সবাইকে প্রজন্মের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।