ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা, হাতে হাতে পাসপোর্ট দেবে না হাইকমিশন

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(২ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা প্রদান তবে চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন দাখিল বন্ধকরণ ও এমআরপি এর পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর, মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা-র নির্দেশনা মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ফলে আগামী ০১ মার্চ ২০২৫ তারিখ হতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর রিইস্যু আবেদন গ্রহণ করা হবে না। এমতাবস্থায়, মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ই-পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ করা যাচ্ছে।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বর্তমান পাসপোর্টে ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেশিন রিডেবল পাসপোর্টে (এমআরপি) বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এরপরেও যাদের জাতীয় পরিচয়পত্র/অনলাইন ইংরেজি জন্মসনদের তথ্য সংশোধনে জটিলতা দেখা দেবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে অতি সীমিত পরিসরে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা হতে ইস্যুকরণ সাপেক্ষে বাংলাদেশ হাইকমিশন, কুয়লালামপুর, মালয়েশিয়া হতে বিতরণ করা হবে।

পোস মালয়েশিয়ার (পোস্ট অফিস) মাধ্যমে কোন অবস্থাতেই এমআরপি আবেদন হাইকমিশনে গ্রহণ করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর বিপরীতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধও বলে জানিয়েছে তারা।

এদিকে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর, মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত পাসপোর্ট বিতরণ সংক্রান্ত আরেক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের (নং-৫, লট ৯ এবং ১০, জালান সুলতান ইয়াহয়া পেট্রা, ৫৪১০০ কুয়ালালামপুর) কাউন্টার থেকে আগামী ০১ মার্চ ২০২৫ তারিখ হতে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের (পোস মালয়েশিয়া) নিম্নোক্ত লিংকের মাধ্যমে এপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। পোস্ট অফিস (পোস মালয়েশিয়া)-এর মাধ্যমে পাসপোর্ট এপয়েন্টমেন্ট গ্রহণের লিংক: https://appointment.bdhckl.gov.bd/poslaju

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status