প্রবাস
নিউ ইয়র্কে ৬ লেখকের বইয়ের মোড়ক উন্মোচন
নিউ ইয়র্ক (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি
(৫ দিন আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন

নিউ ইয়র্কে ৬ বাংলাদেশি লেখকের বইয়ের মোড়ক উন্মোচন, প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ব্রঙ্কসের বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসে পঞ্চায়েতের পক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্কের সাহিত্যিক, বিভিন্ন পেশাজীবী, পাঠক এবং সাহিত্যপ্রেমীদের উপস্থিত ছিলেন।
এ সময় ইমরান আলী টিপুর কবিতার বই- যে আলো শুধু অন্ধকারে জ্বলে, বেনজির শিকদারের কবিতার বই দ্যুতিবিথা, সুমন শামসুদ্দিনের কবিতার বই ইশারায় মৌমাছিরা, মাসুম আহমেদের বই যাপিত জীবনের গপ, আহবাব চৌধুরী খোকনের করোনা কালের ডায়েরি এবং সোনিয়া কাদিরের বই হিপহপ জনপদ দ্যা ব্রংক্স এবং অন্যান্য এর মোড়ক উন্মোচন করা হয়। অতিথি হিসেবে এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মনজুর আহমেদ, কবি শামস আল মুমিন, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের কর্ণধার ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট কবি শিউল মনজুর, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বইগুলো নিয়ে আলোচনায় অংশ নেন কবি মিয়া মোহাম্মদ আসকির, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মনজুর আহমেদ, লেখক এবিএম সালেহ উদ্দিন, প্রফেসর লেখক মোহাম্মদ আমিনুল হক চুন্নু, কবি শিউল মনজুর এবং সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, টাইম টেলিভিশনের কর্ণধার আবু তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন সোহাগ বক্তব্য রাখেন। উক্ত বইগুলো আগামী ২৩শে মে থেকে শুরু হওয়া নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় পাওয়া যাবে ।