ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

মাদ্রিদে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

বকুল খান

(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৫ অপরাহ্ন

mzamin

স্পেনে নিযুক্ত নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান, এনডিসি  ১৬ এপ্রিল  আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন দূতাবাসের কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাষ্ট্রদূত মাসুদুর রহমান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন “বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন”-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি স্পেনে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে তার বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন। মতবিনিময়কালে দূতাবাসের কর্মকর্তা পলিটিক্যাল কাউন্সিলর ইমাদুল হক ,শ্রম সচিব উইং মুতাসিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে দূতাবাসের জনবল বৃদ্ধির মাধ্যমে সেবার সহজীকরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের জন্য স্প্যানিশ ভাষা শিক্ষার উদ্যোগ গ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, মাদ্রিদে একটি স্থায়ী দূতাবাস ভবন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখা হবে। একই সঙ্গে স্থানীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের জোর প্রচেষ্টা চালানো হবে।

প্রবাসীদের ডকুমেন্টেশন সংক্রান্ত সমস্যা ও অন্যান্য যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে স্পেনিশ দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট  জটিলতা নিরসনে জোরালো প্রচেষ্টা  চালানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নতুন সুবিধা ও সুযোগ সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে উদ্ভাবনী পন্থা গ্রহণে তিনি বদ্ধপরিকর। বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন,সংগঠনের সভাপতি বকুল খান,সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজি। এসময় আরো অংশ নেন ,হোসাইন ইকবাল ,মির্জা সমু ,জিয়াউল হক জুমন,সিফাত আরা নওরীন প্রমুখ |

 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status