ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

প্রবাসীদের প্রত্যাশার কথা তুলে ধরলো এনসিপি মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(৯ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ৮:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২২ অপরাহ্ন

mzamin

প্রবাসী বাংলাদেশিদের ভাবনা, সমস্যা ও প্রত্যাশাকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো এনসিপি মালয়েশিয়া চ্যাপ্টারের আয়োজন "নতুন রাজনৈতিক দলের কাছে প্রবাসীদের প্রত্যাশা" শীর্ষক এক আলোচনা সভা।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মালয়েশিয়া চ্যাপ্টারের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো: এনামুল হক।

সভায় এনসিপির মূলনীতি, রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনায় উঠে আসে ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আগ্রাসনবিরোধী অবস্থান, জাতীয় ঐক্যের রাজনীতি এবং প্রজন্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের প্রত্যয়।

আলোচনায় বিশেষ অতিথি এডভোকেট আলী নাছের খান এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বলেন, এনসিপি নাগরিক অধিকারকে ভিত্তি করে এমন একটি রাজনীতি গড়ে তুলতে চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রবাসীরা মালয়েশিয়ায় পাসপোর্ট সেবায় তৃতীয় পক্ষের দালালচক্র, অতিরিক্ত এটেস্টেশন ফি এবং আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে সরব হন। তারা এসব বিষয়ে এনসিপির অবস্থান জানতে চান এবং সমাধানের আশ্বাস চান নেতৃবৃন্দের কাছ থেকে।

অনুষ্ঠানে প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন এবং প্রবাসীদের অধিকার ও সুযোগ বৃদ্ধিতে এনসিপির কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status