প্রবাস
জুলাই বিপ্লব: ইস্তাম্বুলে বাংলাদেশ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
অনলাইন ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৮:৫৯ অপরাহ্ন

তুরস্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোসাল রিসার্সের (সিপিএসআর) উদ্যোগে আগামী ১৯-২০শে এপ্রিল, ইস্তাম্বুল তিজারাত ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের গতিপথ নিয়ে আলোচনা করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গবেষকরা যোগ দিবেন এই কনফারেন্সে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবনে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়্যিপ এরদোয়ানের সাবেক উপদেষ্টা ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান।
কনফারেন্সে সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান, তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন এবং আনকারায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম. আমানুল হক সহ কূটনীতিবিদরা উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভাইস- চ্যান্সেলর সহ এক দল একাডেমিক যোগ দিবেন কনফারেন্সে। এছাড়া ইউরোপ ও আমেরকিা থেকেও গবেষকরা যোগ দিবেন আন্তর্জাতিক এই সম্মিলনে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০ এর বেশি গবেষণা পত্র জমা পড়েছে কনফারেন্সে।
আয়োজক প্রতিষ্ঠান ও কনফারেন্স বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ড. হাফিজুর রহমান কনফারেন্সের উদ্দেশ্য সম্পর্কে বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বির্নিমাণের পথ অনুসন্ধানের জন্য এই কনফারেন্স ভূমিকা রাখবে। পাশাপাশি তুরস্ক-বাংলাদেশ সম্পর্কোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কনফারেন্সটি।
উল্লেখ্য, তুরস্কের অন্যতম ইউনিভার্সিটি ইস্তাম্বুল তিজারত ইউনিভার্সিটি এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দিয়ে সম্মানিত করেছিল।