ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

ভারত

পশ্চিমবঙ্গের হাওড়ায় ভারতের সর্বোচ্চ উচ্চতার নজর মিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ মাস আগে) ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গের হাওড়ায় তৈরি হচ্ছে ভারতের সর্বোচ্চ নজর মিনার। আর কয়েক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এর পর থেকে পর্যটকরা এই মিনারে উঠে দেখতে পাবেন নিউটাউন, সল্টলেক, কলকাতা বিমানবন্দর, হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। ২০ কিলোমিটার পর্যন্ত দেখার সুবিধার জন্য থাকছে চারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপও। হাইস্পিড এলিভিটরের মাধ্যমে ওঠা যাবে উপরে। নাম রাখা হচ্ছে পঞ্চদীপ মিনার। 

ভারতে যে কটি বেশি উচ্চতার মিনার রয়েছে তার মধ্যে দিল্লির কুতুব মিনার ৭২ মিটার, কলকাতার শহীদ মিনার ৪৮মিটার এবং নিউটাউনের বিশ্ব বঙ্গ গেট ৫৫ মিটার উচ্চতার।  
সেখানে হাওড়ার নজর মিনারের উচ্চতা হচ্ছে ১২০ মিটার। হাওড়ার বেলিলিয়াস পার্কের কাছে ডুমুরজলা ও কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দান যুক্ত করছে যে বাইপাস তার কাছেই তৈরি হচ্ছে এই নজর মিনার। 

হাওড়ারই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইঞ্জিনিয়াররা এই মিনারের ডিজাইন করেছেন। জানা গিয়েছে, প্রায় ১১২ মিটার উচ্চতায় থাকছে পর্যবেক্ষণ মঞ্চ। প্রায় ২ হাজার স্কোয়ার ফুটের মেঝে থাকছে। একসঙ্গে ২০০ জন এখান থেকে কলকাতা ও হাওড়ার স্কাই লাইন দেখতে পাবেন। 
মিনারে থাকছে একটি রেস্তোরাঁ। সেখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকবে। অনেকটা বিশ্ব বঙ্গ গেটের মতো। প্রায় ১০৪ মিটার উচ্চতায় এটা থাকবে। একটা বিরাট ব্যাঙ্কোয়েট হলও থাকবে। এই টাওয়ারে আরও দুটি ডেক থাকছে। একটা থাকছে ২৫ মিটার উচ্চতায় আর অপরটি ৫০ মিটার উচ্চতায়। 
প্রতি সেকেন্ডে তিন মিটার উঠতে পারবে এমন এলিভেটরের সাহায্যে ১৫জন করে উঠতে পারবেন একবারে। এই এলিভেটরে চড়ে ডেকের পাশাপাশি রেস্তোরাঁ ও ব্যাঙ্কোয়েট হলে যাওয়া যাবে। 

জানা গিয়েছে, কোনও প্রাকৃতিক দুর্যোগে বা ভূমিকম্পেও এর কিছু ক্ষতি হবার সম্ভাবনা নেই। এটির ভিতের ৩৫ মিটার রয়েছে মাটির নীচে। ভূমির সঙ্গে এর পরিধি প্রায় ৪০ মিটার। সব থেকে উঁচুতে যে ডেক রয়েছে তার পরিধি প্রায় ২২ মিটার। এই নির্মাণের ক্ষেত্রে ১৪০০ টন স্টিল ব্যবহার করা হয়েছে।

পাঠকের মতামত

ভিসার কি খবর। ভিসা প্রসেসিং শুরু হলেই কেবল কলকাতা। ওকে।

Anwarul Azam
৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৬:৪৬ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status