ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

স্বপ্নের ইতালি যাত্রা

ভূমধ্যসাগরে মাদারীপুরের আরও ২ যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, মঙ্গলবারmzamin

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় আবারো প্রাণহানি। এবার মারা গেল 
মাদারীপুরের রাজৈরের দুই যুবক। নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চরমস্তফাপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২২) ও একই উপজেলার শাখারপাড়ের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর (৩৪)।

জানা যায়, ভাগ্যের চাকা বদলের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্যেশ্যে গত ৮ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চরমস্তফাপুর গ্রামের সুমন হাওলাদার। লিবিয়া পৌঁছে ৪ঠা মার্চ ইঞ্জিনচালিত নৌকায় রওয়ানা দেন সুমনসহ ১০ যুবক। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকার ইঞ্চিনে আগুন ধরে। এতে পানিতে ডুবে মারা যায় সুমন। একইভাবে এ সময় মর্মান্তিক মৃত্যু হয় শাখারপাড়ের নাসির মাতুব্বরও। রোববার মৃত্যুর খবর আসলে শোকে পাথর পরিবার।

স্বজনরা জানায়, মানব পাচারচক্রের সক্রিয় সদস্য রাজৈরের শাখারপাড়ের আলী মোল্লার ছেলে আরিফ মোল্লা ও নওগাঁ জেলার দিপু দালাল ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারর কাছ থেকে নেয় ১৭ লাখ টাকা। এ ব্যাপারে জানতে আরিফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে, তার আত্মীয় ঘটনার সত্যতা অকপটে স্বীকারও করেছেন। এই ঘটনায় জড়িত মূলহোতারা বারবার ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ আইন বিশেজ্ঞদের। আর পুলিশ বলছে এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

নিহতদের পরিবার জানিয়েছে, দুই যুবক মারা যাবার পর শোকে পাথর তারা। ধারদেনা করে লাখ লাখ টাকা দিয়ে অসহায় পরিবার। একদিকে ঋণ শোষ নিয়ে দুশ্চিন্তা আর স্বজনের মৃত্যুতে দিশেহারা পরিবারের সদস্যরা।
অভিযুক্ত আরিফ মোল্লার খালু ও প্রতিবেশি মো. রাশেদ হাওলাদার বলেন, আরিফ বর্তমানে লিবিয়ায় আছে। তার বাবা আলী মোল্লা এই পর্যন্ত ২০-২৫ জন মানুষ ইতালি নিয়েছেন। কেউ কোন অভিযোগ করেনি। আরিফ কিংবা তার বাবা জোর করে কারো পাসপোর্ট আর টাকা চান না। বাড়িতে এসে কান্নাকাটি করে মানুষ পাসপোর্ট ও টাকা দিয়ে যায়। এই ঘটনায় আরিফ কিংবা তার বাবার কোন দোষ নাই।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুজন ভৌমিক বলেন, এলাকার মাফিয়া ও দালালরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও মূলহোতারা থাকে লিবিয়া, ইতালিসহ অন্য জায়গায়। তারা কখনই গ্রেপ্তার হয় না। এজন্যই এই অপরাধের প্রবণতা কমছে না। মূলহোতাদের আইনের আওতায় আনা হলে মানবপাচার জেলা থেকে কমে যাবে।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন আরমিন বলেন, মানবপাচার চক্রটি অনেক শক্তিশালী। ঘটনার তেমন কোন প্রমানপত্র চক্রটি রাখতে চায় না। এজন্য আইনের হাত থেকে তারা বেঁচে যায়। এ ব্যাপারে সবাই সচেতন হলে এই সুযোগ চক্রটি আর পাবে না।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, দুই যুবক মারা গেছে বিষয়টি পুলিশের কাছে তথ্য এসেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, চলতি বছর অবৈধভাবে ইতালি যাবার পথে জেলার অন্তত ১৬ জন যুবক মারা গেছেন। এরমধ্যে গত ২৪ জানুয়ারি মৃত্যু হয় রাজৈর উপজেলার ১০ যুবকের।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status