ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

হাসিনার নির্দেশ ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’

স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবারmzamin

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন তিনি। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

রোববার আদালতে পূর্বনির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এমন নির্মমতার প্রমাণসমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই-বাছাই ও ফরেনসিক করার পর গণহত্যা ও মানবতাবিরোধী মামলার প্রমাণের সঙ্গে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, আমরা যখন পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে একবার পঙ্গু হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে হাসিনা বলেছিলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানান তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন,  রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য- প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি।

এসময়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে আমাদের যেসব সন্তান শহীদ হয়েছেন, তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানেই শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে- এই কথাটিও লিখতে দেয়া হয়নি। শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এ ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। আন্দোলনে শহীদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের ওপর হামলা ও আক্রমণ করেছে।

তিনি আরও বলেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন যে, শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টেম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই। আমরা আদালতকে জানিয়েছি যে, সেই মুহূর্তে মানবতাবিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে। তাই এ কারণে তাদের কোনো পোস্টমর্টেম রিপোর্ট দেয়া হয়নি। ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয় বরং তা মানবতাবিরোধী অপরাধের একটি জাজ্বল্যমান প্রমাণ। এটিই প্রমাণ করে কী ধরনের নিষ্ঠুরতার সঙ্গে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছিল।

এদিকে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর চানখাঁরপুল ও রামপুরা এলাকায় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ২২শে এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়াও অপর একটি আবেদনের প্রেক্ষিতে রাজধানীর বাড্ডা রামপুরা এলাকার তৎকালীন এসআই চঞ্চল চন্দ্র সরকারকে আগামী ২৭শে ফেব্রুয়ারি, ২রা মার্চে আরশাদ হোসেনকে এবং ৩রা মার্চে ইমাজ হোসেন প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার এবং গাজী এমএইচ তামিম।

শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, রাজধানীর চানখাঁরপুল এলাকায় মামলার আসামি আরশাদ হোসেন ও ইমাজ হোসেন গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষত, আরশাদ হোসেন অত্যন্ত উদ্ধত একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিলেন তিনি। কে তাদের এ ধরনের অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে, নির্দেশ দিয়েছে, সেটা জানতে তাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে। 

একইসঙ্গে, রামপুরায় জীবন বাঁচাতে চারতলার কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে ২ জন পুলিশ মোট বারো রাউন্ড গুলি করে হত্যা করার চেষ্টা করে। সে অপরাধে অভিযুক্ত সাবেক এস আই চঞ্চল চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, তদন্ত সংস্থার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছু যাচাই-বাছাই ও ফরেনসিক প্রক্রিয়া বাকি আছে। জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্য পেলে সেগুলোকেও যাচাই-বাছাই ও তদন্ত করা হবে। আশা করছি- নির্ধারিত সময়ের আগেই আমরা প্রতিবেদনগুলো আদালতের কাছে দাখিল করতে সক্ষম হবো।
 

পাঠকের মতামত

বিশ্বে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার জালিম হল হাসিনা যে নিজের দেশের মানুষের উপর নির্যাতন গনহত্যা চালিয়েছে। নমরূদ,ফের আউন নিজেদের জনগণের উপর নির্যাতন চালায় নাই।ভবিষ্যতে হাসিনার স্বৈরাচারী নিয়ে গবেষণা করা উচিৎ।

salim mridha
২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:১৬ অপরাহ্ন

namrud thakle hasinake salam korto.

mmm
২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:০৫ পূর্বাহ্ন

হাসিনার বিচার করার জন্য কয়েক লক্ষ বিচারক নিয়োগ দিতে হবে মবে হয়। তার অপরাধের শাস্তির হিসাব মনে হয় সুপার কম্পিউটারও পারবে না।

সোহাগ
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৬:১০ অপরাহ্ন

She deserves Oscar prize.

Imran
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৩:০৬ অপরাহ্ন

চিকিৎসাবিদ্যায় ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’-হলো ইংরেজি ফ্রেইজ। এর অর্থ হচ্ছে, রোগীর হাত ততক্ষণ পর্যন্ত ছেড়ো না, যতক্ষণ না তার চিকিৎসা সম্পন্ন হচ্ছে, শারীরিক ও মানসিকভাবে সে রোগমুক্ত হচ্ছে।

Monsur Ali
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:১৮ অপরাহ্ন

কোন মহিলা এতো নির্দয়, নির্মম, নিষ্ঠুর হতে পারে এটা কল্পনাই করা যায় না।

Mohammed Rafiqul Isl
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১:১৬ অপরাহ্ন

আমি মাঝে মধ্যেই বলতাম, হাসিনা শাবানার চেয়ে ভালো অভিনেত্রী। তিনি যেকোন পরিস্থিতি তার মায়াকান্না ও তার পরিবারের নিমর্মতার বর্ণনা দিয়ে সাধারণ মানুষকে আবেগতাড়িত করতেন। আর ভিতর ভিতর ক্ষোভ পোষতেন।

Shahzahan Musa
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১১:০৩ পূর্বাহ্ন

"No treatment no release " হচ্ছে একটা phrase যার অর্থ চিকিৎসা ছাড়া ছাড়পত্র (release) দিও না।

Masudur Rahman
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৮:২৩ পূর্বাহ্ন

মনে হয় শেখ হাসিনা ক্ষমতার জন্য ডাইনী হয়ে গিয়েছিলেন। আসলেই শেখ হাসিনা রং হেডেড ছিল।

এম,এইচ, বারী
২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১:৩৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status