ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

বিমানবন্দরে ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন, যা জানালেন উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২৫, সোমবার
mzamin

মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হচ্ছে। কেন তিনি ম্যাগাজিন বহন করছিলেন তা নিয়ে প্রশ্ন আসায় এর জবাব দিয়েছেন উপদেষ্টা। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানিয়েছেন, নিজের লাইন্সেসধারী অস্ত্রের ম্যাগাজিনটি ভুলবশত ব্যাগে রয়ে যায়। বিমানবন্দরে স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তা তার কর্মকর্তার কাছে ফেরত দেয়া হয়। ফেসবুক পোস্টে আসিফ লিখেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েকদফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।

তিনি লিখেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য আজ (গতকাল) ভোর ৬.৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে। 

তিনি লিখেন, তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে, এতকিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।

বিমানবন্দর সূত্র জানায়, উপদেষ্টা আসিফ মাহমুদ তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোতে যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ মানবজমিনকে বলেন, প্রি-বোর্ডিং স্ক্রিনিং করার সময় উপদেষ্টার সঙ্গে থাকা ছোট ব্যাগে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। ম্যাগাজিনটি শনাক্তের পর তিনি জানান- এটি ভুলবশত ব্যাগে এসেছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার প্রটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন।

পাঠকের মতামত

How older you??? How can you get arm's license. O my God !! I forgot you are billionaire by your ps. But you are school teacher's son.

Shahab
৩০ জুন ২০২৫, সোমবার, ৯:৫৬ অপরাহ্ন

মন্তব্যের জায়গায় দেখছি সব আওয়ামী দালাল ও হাসিনার দোসররা গলা ফাটাচ্ছে। আরে এই আসিফরা হাসিনার সাথে লেয়াজু করলে তোদের মত দালাল ও দোসররা কিয়ামত পরযন্ত ভোট দিতে পারতা না।

রহমান
৩০ জুন ২০২৫, সোমবার, ৮:১৭ অপরাহ্ন

ছোট আগ্নেয়াস্ত্রর লাইসেন্স পেতে হলে বয়স হতে হবে ৩০ থেকে ৭০ বছরের মধ্যে, তাছাড়া বছরে ন্যুনতম দুই লক্ষ টাকা আয়কর দেয়ার রেকর্ড থাকতে হবে যা তাঁর কোনটাই নেই। এব্যাপারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আশা করেছিলাম।

soumen
৩০ জুন ২০২৫, সোমবার, ৬:৫৪ অপরাহ্ন

বয়সের তুলনায় তুমি কচি খোকা,কিসের ভিত্তিতে তুমি এই লাইসেন্স পাও? তোমার বাপ দাদার লাইসেন্স তোমার নামে পরিবর্তন করা হয়েছে না কি? দেশটা বাচ্চা উপদেষ্টা সহ কতিপয় বেক্তিরা ধংশের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে ।

মিনহাজ উদ্দীন
৩০ জুন ২০২৫, সোমবার, ৫:৪৮ অপরাহ্ন

আমি একজন রেমিটান্স যুদ্ধা ১৬ বছর প্রবাস জীবন ! ! দেশে আমাদের সকল প্রবাসীর নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স প্রয়োজন ! আসিফ এর বয়স ২৭ বছর। অস্ত্রের লাইসেন্স পেতে বয়স ৩০ হতে হয়। উনি কিভাবে লাইসেন্স পেলেন????

ইসলাম
৩০ জুন ২০২৫, সোমবার, ৪:০১ অপরাহ্ন

ছোট আগ্নেয়াস্ত্রর লাইসেন্স পেতে হলে বয়স হতে হবে ৩০ থেকে ৭০ বছরের মধ্যে, তাছাড়া বছরে ন্যুনতম দুই লক্ষ টাকা আয়কর দেয়ার রেকর্ড থাকতে হবে যা তাঁর কোনটাই নেই। এব্যাপারে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আশা করেছিলাম।

মো: ইলিয়াস
৩০ জুন ২০২৫, সোমবার, ৩:৫২ অপরাহ্ন

ফ্যাসিস্ট সরকারের আমলে যা হয়েছে এখনো তাই হচ্ছে, শুধু পাত্র পাত্রী বদল হয়েছে।

Shamim
৩০ জুন ২০২৫, সোমবার, ১২:০৯ অপরাহ্ন

অস্ত্রের লাইসেন্স পেতে ধারাবাহিক ট্যাক্স রেকর্ড ও বয়স উপদেষ্টা মহোদয়ের ছিলো তো?

মোঃ আবদুল হামিদ
৩০ জুন ২০২৫, সোমবার, ৮:০৭ পূর্বাহ্ন

আসিফ এর বয়স ২৭ বছর। অস্ত্রের লাইসেন্স পেতে বয়স ৩০ হতে হয়। উনি কিভাবে লাইসেন্স পেলেন????

aftab
৩০ জুন ২০২৫, সোমবার, ৬:৩৩ পূর্বাহ্ন

No comment.

ostrich
৩০ জুন ২০২৫, সোমবার, ১:৩৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status