ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

আজ থেকে অফিস করবেন সিইসি

‘এভরিথিং ইজ পজিটিভ’

মো. আল-আমিন
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
mzamin

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর থেকে অফিস করছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এমন প্রেক্ষাপটে গুঞ্জন ওঠে নির্বাচন কমিশনে কী পরিবর্তন আসছে, কিংবা কমিশন কী পুনর্গঠনের পথে? তবে এসব গুঞ্জন নিয়ে নির্বাচন কমিশনে কোনো আলোচনা নেই। জানানো হয়েছে অসুস্থতার কারণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অফিস করতে পারেননি। আজ তিনি অফিস করবেন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার নিয়মিত অফিস করছেন। গতকাল তারা একটি বৈঠকও করেছেন। 

নানা জল্পনার বিষয়ে গতকাল একজন নির্বাচন কমিশনার মানবজমিনকে বলেন, সিইসি শারীরিকভাবে অসুস্থ। উনার একটি সার্জারি হয়েছে। তিনি বসে কাজ করতে পারবেন না। এজন্য দুইদিন অফিস করতে পারেননি। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি’র বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তিনি আপনাদের কিছু জানিয়েছেন কিনা- এমন প্রশ্নে এই কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি’র ফলপ্রসূ আলোচনা হয়েছে। এভরিথিং ইজ পজিটিভ।  

সিইসি’র একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম গতকাল মানবজমিনকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার অসুস্থ ছিলেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়েছেন। এখন বাসায় আছেন। আজ মঙ্গলবার থেকে অফিস করবেন।

এদিকে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ আসার আগেই তড়িঘড়ি করে এই কমিশন গঠন করা হয়েছে। তাদের মতে, আগের সরকারের ফ্যাসিবাদী আইনের ভিত্তিতে এই ইসি গঠিত হওয়ায় তা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে গত ২২শে জুন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দেয় এনসিপি। আবেদন জমা দেয়ার পর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি, অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। আমরা এখনো দাবি করছি বর্তমান ইসির পুনর্গঠন করতে হবে। এ ইসি পুনর্গঠন হবেই। আমরা ‘বি’ অপশনে যাচ্ছি না। আর কোনো বিকল্প নেই।

এরপর গত ২৬শে জুন প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি’র একান্ত বৈঠক হয়। ধারণা করা হচ্ছিল, বৈঠকের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে পারেন সিইসি। এর আগে লন্ডনে ১৩ই জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেয়া হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার বিশেষ করে সিটি করপোরেশনগুলোর নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছে কয়েকটি দল। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status