ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

আমরা যেনতেন নির্বাচন চাই না

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৬ জুলাই ২০২৫, রবিবার
mzamin

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যেনতেন নির্বাচন চাই না। আগামী নির্বাচন সুষ্ঠু আর সংস্কারের মাধ্যমে চাই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকর্ম আর লুটপাট লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোন, নিজেদেরকে সামলান। বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন হুঁশিয়ারি দিয়ে দলের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, না হলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দিবে। শনিবার সকাল সোয়া ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ফেনী যাওয়ার পথে জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা মহানগরী জামায়াত এ পথসভার আয়োজন করে।

জামায়াতে ইসলামী আমীর বলেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশ আমানত রেখে গেছে। আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দিবো না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এ ধরনের আত্মত্যাগ যেন বারবার না দিতে হয়।

জামায়াতের আমীর বলেন, আগামী দিনে বাংলাদেশে মুক্তির সূর্য ওঠবে ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফ ও কোরআনের আইনে বিরুদ্ধে বলবে। আগামীতে লড়াইয়ের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, সেই লড়াইয়ে কোরআন বুকে ধারণ করে আমরা জিতবো।

এর আগে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কুমিল্লা-৬ সদর সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিনসহ কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল প্রমুখ। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশগ্রহণ করেন ডা. শফিকুর রহমান।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status