ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

আমাদের হাত শক্তিশালী করুন তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিন

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
৫ জুলাই ২০২৫, শনিবার
mzamin

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যক্রম সারা দেশেই চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন, তরুণ ও বিকল্প নেতৃত্বকে বেছে নিন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র-মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি বলে মন্তব্য করেছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার দুপুর সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রায় তিনি এ কথা বলেন। এনসিপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা এখানো বিলোপ হয়নি। আগের সিস্টেম রয়ে গেছে। সেই সিস্টেমের বিলোপ করে নতুন দেশ গঠনের জন্য আমাদের এই নতুন পার্টি এবং কর্মসূচি। 
নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্টের মধ্যে ঘোষণাপত্র দিতে হবে। এর সাংবিধানিক ভিত্তি থাকবে জুলাই ঘোষণাপত্রে। যে কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে ও জীবন দিয়েছে। আমরা তাদের স্মরণ করতে চাই। তাদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষার ভিত্তিতেই বাংলাদেশ হবে। আমরা জানি ঠাকুরগাঁওয়ের কৃষক সমাজ অবহেলিত রয়েছে। তারা তাদের ফসলের ন্যায্যমূল্য পায় না। আমরা সেই কৃষকদের জন্য কাজ করতে চাই। ঠাকুরগাঁও থেকেই আমরা আমাদের নতুন বাংলাদেশের যে স্বপ্নের কথা বলছি সেই দেশ গড়তে চাই।

সীমান্ত হত্যা প্রসঙ্গে নাহিদ বলেন, আমরা জানি ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে। দেশের মানুষের মানবাধিকার হরণ করে। সামপ্রতিক সময়ে আমরা দেখি ভারতে যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশ ইন করছে। এসব বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়। গণঅভ্যুত্থানের পরে এটা ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থিদের হাতে বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা আমরা যেকোনো মূল্যে বন্ধ করবো। 

এ সময় তার সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করেন- সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম?, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ ঠাকুরগাঁও জেলার স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা। পরে ঠাকুরগাঁও মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে মুসল্লিদের মাঝে শুভেচ্ছা বক্তব্যে নাহিদ সকলকে গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। সেইসঙ্গে সকলকে একটি নতুন সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যে একসঙ্গে কাজ করার ও সহযোগিতা করার অনুরোধ জানান। এরপর বিকাল ৩টায় ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় পদযাত্রা শুরু করেন। বিকাল ৪টার দিকে দিনাজপুরে পদযাত্রার উদ্দেশ্যে রওনা দেন।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status