ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ দু’জন নিহত

বান্দরবান প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, শুক্রবার

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম। গতকাল ভোর রাতে উপজেলার পলিপ্রাংশা এলাকায় এ ঘটনা ঘটে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪৮ ঘণ্টা ধরে সেনাবাহিনীর অভিযান চলে। এর অংশ হিসেবে বুধবার রাত ৯টার দিকে সেনাবাহিনীর  রুমা জোন সদরের নেতৃত্বে তিনটি টহল দল প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও যানবাহনসহ রুমা বাজার ক্যাম্প থেকে আনুমানিক ২ কি.মি. পূর্বে লাইরুনপি পাড়া টিওবি’র উদ্দেশ্যে যায়। পরবর্তীতে রাতে ওই এলাকা থেকে পূর্বদিকে আনুমানিক ১০ কি.মি. পাইন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ পলিপ্রাংশা অভিমুখে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে তথ্য ও প্রযুক্তির সহায়তা প্রদানে গোয়েন্দা শাখার একটি দল বিগত ৪৮ ঘণ্টা একটানা কাজ করে। এ সময় গোয়েন্দা সূত্রগুলো সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। পরে একই সময়ে মুন্নাম পাড়া ক্যাম্প থেকে আরও একটি টহল দল পলিপ্রাংশা অভিমুখে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে পলিপ্রাংশা ও মুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনীর অভিযানের মুখে টিকতে না পেরে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। রুমা জোনের সেনা সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে পরিচালিত অপারেশনে বৃহস্পতিবার ভোরে কেএনএ’র সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে কেএনএ’র একজন মেজর পদবির কমান্ডার (মেজর পুটিং/মেজর ডলি)সহ মোট দু’জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি অত্যাধুনিক এসএমজি, একটি চাইনিজ রাইফেল, ৩৬৪ রাউন্ড এ্যামুনিশন, ওয়াকিটকি, মোবাইল, নগদ অর্থসহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রগুলোর একটি। ওই এলাকায় অভিযান এখনো চলমান রয়েছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status