ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। বৈঠকে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন, নির্বাচনের প্রস্তুতি এবং দু’দেশের সার্বিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যু নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের আলোচনা হয়েছে। একইসঙ্গে ভোট নিয়ে নির্বাচন কমিশনকে অস্ট্রেলিয়ার সহায়তার বিষয়টি আলোচনায় আসে। ইতিমধ্যে দেশটি ইসিকে সহায়তা করছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশটির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বৈঠকে আলোচনা হয়েছে। গতকাল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা জানান। মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশে স্বাভাবিকভাবে নির্বাচন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে, নির্বাচন কমিশনকে তারা একটা বড় ধরনের সহায়তা করে। ইতিমধ্যে সেটা তারা করছে। সেটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়, তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে আমরা দেশে রাজনৈতিক পট পরিবর্তন করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, তার ফলশ্রুতিতে দু’দেশের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠার প্রয়োজনীয়তা আছে- সেগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। 

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ আলোচনা তো হবে, স্বাভাবিক। গত তিন-চার নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, নতুন প্রজন্ম তারা তো ভোটাধিকার মোটেই প্রয়োগ করতে পারেনি। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরাও মনে করছি এবং অস্ট্রেলিয়াও মনে করছে- আগামী নির্বাচন জনগণ অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে ভোটকেন্দ্রে যাবে। একটি ভালো ভোট হবে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হবে। যেটা গণতন্ত্র উত্তরণের পথকে এগিয়ে নেবে।

আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, শঙ্কার তো কিছু নাই। ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থায় থাকুক। সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক। এ বিষয়ে কারও কোনো শঙ্কা থাকার কারণ নাই।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, দু’দেশের সার্বিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যতগুলো জায়গা আছে, এখানে কোথায় কোথায় কো-অপারেশন করা যায় আগামী দিনে- এ বিষয়গুলো আলোচনা হয়েছে। এর মধ্যে শিক্ষা ও কৃষি, আপনারা তো জানেন, অস্ট্রেলিয়া কৃষি ক্ষেত্রে অনেক উন্নত দেশ। বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিনিয়োগের বিষয়টা এখানে এসেছে। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status