ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

পটিয়ায় থানা ঘেরাও বৈষম্যবিরোধীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
mzamin

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি’র নেতাকর্মীদের ওপর ওসির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর তালুকদারকে ধরে থানায় সোপর্দ করতে গেলে ওসি জাহেদ মো. নাজমুন নূর পলাশ হামলা করেছেন বলে দাবি শিক্ষার্থীদের। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পটিয়া থানার সামনে এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রতিবাদে গতকাল সকালে পটিয়া থানা ঘেরাও করে শিক্ষার্থী ও এনসিপি’র নেতাকর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় জামায়াত-শিবির সমর্থকরা যোগ দেন। তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন। নগরীতে পুলিশের ডিআইজি ও এসপি কার্যালয়ের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। এ কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। গতকাল দুপুর ১২টা থেকে উপজেলার কাজীরপাড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে বাইপাস দিয়েই চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন আঞ্চলিক রুটের অধিকাংশ যানবাহন চলাচল করে। অবরোধের কারণে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপংকর তালুকদারকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে যায়। তবে ওই ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করতে রাজি হয়নি। এ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থী ও এনসিপি’র নেতাকর্মীদের পেটাতে থাকে। জানা যায়, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর পলাশের নেতৃত্বে ঘটে এ হামলার ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপি’র মহানগর সংগঠক সাইদুর রহমান, এতে পটিয়া উপজেলা সংগঠনের কর্মী তৌকির ও রাব্বিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, আমাদের কাছে খবর আসে রাঙ্গামাটি ছাত্রলীগ নেতা পটিয়া স্টেশনে আছে। আমি পটিয়ায় ঘটনাস্থলে যাই। তাকে ধরে থানায় নিয়ে গেলে আমিসহ আমাদের কর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করে। 

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একপর্যায়ে দুপুর ৩টার দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেকেন্ড অফিসারের অপসারণের দাবি নিয়ে চট্টগ্রাম নগরে জড়ো হয়। নগরের খুলশী থানার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয় ঘেরাও করে স্লোগান দেয়া শুরু করে। এতে একেখান-জিইসিমুখী শত শত গাড়ি আটকা পড়ে খুলশী থানার সম্মুখে। বন্ধ হয়ে যায় জিইসি থেকে একেখানমুখী যান চলাচল। এনসিপি চট্টগ্রামের মিডিয়া সেলের মুখপাত্র আরফাত আহমেদ রনি বলেন, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে বলায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর পটিয়া থানা ওসির নেতৃত্বে বেধড়ক মারধর করা হয়। ওসির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বৈষম্যবিরোধী নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ নেতাকে ধরে থানায় সোপর্দ করায় পটিয়ার ওসি বৈষম্যবিরোধীদের ওপর হামলা করেছে। ওসিকে অপসারণ করতে হবে। ডিআইজি’র কাছ থেকে সন্তোষজনক সিদ্ধান্ত না পেলে পুরো চট্টগ্রাম অবরোধ করার হুঁশিয়ারি দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, জুলাইয়েও শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছিল, একই কায়দায় এখনো শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। মঙ্গলবার রাতেও পটিয়া থানার ওসির নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বুধবার সকালেও আমাদের এক নারী শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে। পটিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলায় যেসব পুলিশ সদস্য জড়িত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, আন্দোলনকারীরা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবির কথা জানিয়েছে। আমরা সেটি বিবেচনা করছি। আশা করি দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে।

ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে শিক্ষার্থীদের মারধরের বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি নাজমুন নূর পলাশ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এক ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসেন। কিন্তু তারা থানার ভেতরে তাকে মারধর করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। ধস্তাধস্তির সময় তিন-চারজন পুলিশ সদস্য আহত হন। এদিকে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, পটিয়া থানার ওসি নাজমুন নূর পলাশের রাজনৈতিক অবস্থান নিয়ে রয়েছে বিতর্ক। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের আমলে তার ক্ষমতা ছিল চোখে পড়ার মতো। কক্সবাজারের চকরিয়ায় তার শ্বশুরবাড়ি, আর তার এক শ্যালক ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অথচ সরকারের পরিবর্তনের পর হঠাৎ করেই ওসি পলাশ নিজেকে বিএনপি’র ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করছেন। অভিযোগ আছে, কোতোয়ালি থানার ওসি হওয়ার লক্ষ্যে এখন তিনি বিএনপি’র জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিশেষ করে কক্সবাজারের বাসিন্দা বিএনপি’র এক কেন্দ্রীয় প্রভাবশালী নেতার নাম ভাঙিয়ে বেপরোয়া হয়ে ওঠেন ওসি নাজমুন নূর পলাশ।
 

পাঠকের মতামত

মাশ-আল্লাহ l অতি শীঘ্র এই আন্দোলনকে ঢাকায় নিয়ে আসুন। পুরাতন পুলিশ বাহিনীকে বিলুপ্ত করুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এন সি পি, জামায়াত ই ইসলামের ছাত্র বাহিনী নিয়ে একটি নতুন পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করুন।===

ostrich
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৩৪ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status