শেষের পাতা
দোহারে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, দোহার থেকে
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
ঢাকার দোহারে হারুন-অর-রশীদ নামে বিএনপি’র এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর ১৭ দিন পর তার শিক্ষকতা থেকে অবসরে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নামাজ আদায় করে প্রতিদিনের মতো তিনি পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন তন্নি তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় মো. ওয়াসিম নামে একজন জানান, তিনি একটি ফোনকল পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখতে পান তার নিথর দেহ পড়ে আছে।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান বলেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে চারটি গুলি ও ধারালো অস্ত্রের ৫-৬টি কোপ পাওয়া গেছে। শ্রীনগর মুন্সীগঞ্জ র্যাব-১০ এর ক্যাম্প কম্পানি কমান্ডার ও সিপিসি-২ এর মো. আনোয়ার হোসেন জানান, পুলিশের পাশাপাশি আমরা কাজ করছি। আশা করি দ্রুতই আসামিরা শনাক্ত হবে। এ ঘটনায় বিএনপি’র নেতাকর্মীরা জয়পাড়া সরকারি হাসপাতালের সামনে জড়ো হয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।