ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

যুক্তরাষ্ট্রকে সরকার

যত দ্রুত সম্ভব নির্বাচন হবে

কূটনৈতিক রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

যত দ্রুত সম্ভব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সমপ্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার টেলিফোন আলাপ হয়। সেই আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপস্থিত ছিলেন। সেই ফোনালাপ বিষয়ে বৃহস্পতিবার (৩রা জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ৩০শে  জুনের আলোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছেন এবং কথায় কথায় উঠে এসেছে যে, যথা শিগগির সম্ভব নির্বাচন করা হোক। কোন পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দু’পক্ষের কথাবার্তাই হচ্ছিল আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলো উঠে এসেছে। নির্বাচন প্রসঙ্গে তারা জিজ্ঞাসা করেছেন এবং এ ব্যাপারে আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে, সেটির বিষয়েও তাদের সমর্থনের কথাও ব্যক্ত করেছেন। তখন তাদের জানানো হয়েছে যে আসলে যত শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করবো যে, একটি সমাধানে আমরা দু’পক্ষ পৌঁছাতে পারবো এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গ: এদিকে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন না হওয়ার বিষয়ে কোনো আক্ষেপ আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আক্ষেপ একটি লোডেড টার্ম। কার কতটুকু আক্ষেপ, এটি আমি জানি না। আমরা এভাবে দেখি- আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি। প্রয়োজনে সেটি ফলোআপ করা হবে। এটুকুই।

ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে চুক্তির খসড়া বিবেচনা করছে জাতিসংঘ: এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনারের কার্যালয়ের ঢাকা মিশন চালুর বিষয়ে চার দফা খসড়া আদান-প্রদান করা হয়েছে। বর্তমানে চুক্তির খসড়াটি বিবেচনা করছে জাতিসংঘ। এরপর কোনো পরিবর্তন না হলে দু’পক্ষ এটি সই করবে। তিন বছরের জন্য অফিস খোলার বিষয়ে দু’পক্ষ সম্মত। তিন বছর পরে নবায়ন না হলে অফিস থাকবে না। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, চুক্তিটি খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান-প্রদান হওয়ার পরে এটি একটি ডকুমেন্ট রেডি হবে; যেখানে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করবো। তখন আমি বিস্তারিত বলতে পারবো। খসড়া পর্যায়ে এটি আলাপ না করাই ভালো। তিন বছরের জন্য এই অফিসের বিষয়ে দু’পক্ষ সম্মত হয়েছে এবং দুই বছরের মাথায় পর্যালোচনা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘খসড়াটি এখন জাতিসংঘ বিবেচনা করছে। জাতিসংঘ মানবাধিকার অফিসের মেয়াদ নির্দিষ্ট করা আছে। মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তী সরকার যদি মনে করে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে, তাহলে তারা থাকবে, নাহলে তারা থাকবে না। খসড়া কত দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো টাইমফ্রেম নেই। এরইমধ্যে দু’পক্ষের চারবার খসড়া চালাচালি হয়েছে। এরপর আমরা সেটিকে পরিবর্তন করেছি। তারা আবার কিছু পরিবর্তনের কথা বলেছে। কাছাকাছি যাওয়ার পরে অন্যান্য যে প্রক্রিয়া আছে, সেটি শুরু করেছি। সেই পর্যায়ে তাদের দেয়া কিছু পরিবর্তন আছে এবং অনেকটা আমরা সম্মত হয়েছি। বাকি পরিবর্তনগুলো যদি তারা গ্রহণ করে এবং বলে যে, আবার পরিবর্তন করো, তবে আমরা দেখবো সেটি পরিবর্তন করা যাবে কিনা। নতুন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি হিসেবে যার নাম প্রস্তাব করা হয়েছে, তাকে নিয়ে কোনো ‘অস্বস্তি’ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা প্রস্তাব করেছে। আমাদের পক্ষ থেকে সম্মতি দিতে হবে। আমরা এখনও সম্মতির প্রক্রিয়া শুরু করিনি। কাজেই প্রক্রিয়া শুরু হোক, তারপরে বলা যাবে। 

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার: ওদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত ২৭শে জুন ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার উপদেষ্টা দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশিদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করা হয়েছে। আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যে জানতে পারবো। তাদের কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়া কর্তৃপক্ষ মামলা করবেন। কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেবেন। বিষয়টি এখনও ফ্লুইড আছে। মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে ফেরত পাঠালে স্বাভাবিকভাবে আমাদের যাচাই করতে হবে, (জঙ্গি) সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু। সেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। বিদেশি ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, যেকোনো নেতিবাচক বিষয়ই ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। ফেলবে না, এটি আমি বলতে পারি না। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই, তাহলে সেটির প্রভাব কমানো যাবে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status