ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

ঐকমত্য কমিশন

জামায়াত সুপারিশ জমা দেবে আজ, বিএনপি’র মতামতও চূড়ান্ত

স্টাফ রিপোর্টার
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। নির্ধারিত সময়ে জমা না দিয়ে সময় চাওয়া দলগুলো পর্যায়ক্রমে তাদের মতামত জমা দিতে শুরু করেছে। আজ জামায়াতে ইসলমীর পক্ষ থেকে মতামত জমা দেয়া হবে। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজের কাছে এই প্রতিবেদন জমা দেবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিএনপি’র মতামতও চূড়ান্ত। দলীয় সূত্র জানিয়েছে, আজ কিংবা শনিবার বিএনপি’র পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলীয় মতামত জমা দিতে পারেন। 

ওদিকে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকেই আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)কে। বিকাল ৩টায় আলোচনা শুরু হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের লক্ষ্যে ৬ কমিশনের দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করবে। এই ছয় কমিশনের সুপারিশের বিষয়ে মতামত ১৩ই মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলকে পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। বুধবার পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে। দলগুলো হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।

পাঠকের মতামত

বি এন এফ এর নিকট থেকে কোন মতামত বা সুপারিশ চাওয়া হয়নি। অথচ বি এন এফ অনেক পুরনো একটি নিবন্ধিত রাজনৈতিক দল।

Shamsur Rahman
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১:১৯ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status