ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

কেন খালেদা জিয়া বিমানের ফ্লাইটে আসছেন না

স্টাফ রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবার
mzamin

সব প্রস্তুতি চূড়ান্ত। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বুকিংও নেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের। বিমানের এই নিয়মিত ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা। বিমান কর্তৃপক্ষ বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের দিক চিন্তা করে ফ্লাইটটি ঢাকা হয়ে সিলেটে নামানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু বেগম জিয়া এতে সায় দেননি। যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে তিনি সিলেট হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত জানান। সে হিসেবে সিলেটে দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে প্রস্তুতিও নিয়েছিল স্থানীয় বিএনপি। কিন্তু শনিবার রাতে খবর আসে বাংলাদেশ বিমানের ফ্লাইটে নয় কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন।  সোমবার নয়, মঙ্গলবার সকালে তিনি ঢাকা পৌঁছাবেন। 

কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করেই খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা নিতে। ফেরার জন্য এই এয়ার এম্বুলেন্সটি পেতে বিএনপি’র পক্ষ থেকে আগে থেকেই যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সম্ভাব্য তারিখে এর শিডিউল নিয়ে জটিলতা ছিল। এ কারণেই বিমানের ফ্লাইটে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করা হয়। তবে এই ফ্লাইটের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই ছিল নানা শঙ্কা। যে কারণে প্রস্তুতি নিলেও বিকল্প নিয়ে ভাবছিলেন বিএনপি নেতৃবৃন্দ। পাশাপাশি বিমানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি চলে। নিরাপত্তা সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে দেখতে পান- যে ফ্লাইটে খালেদা জিয়া ঢাকা ফেরার প্রস্তুতি নিচ্ছেন সেই ফ্লাইটের অন্তত ২ জন কেবিন ক্রু’র বিষয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাদের সন্দেহের মধ্যে রাখা হয়। বিষয়টি বিবেচনায় নিতে শুক্রবার রাতে কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপনকে ফ্লাইটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্য ও বিএনপি’র কয়েকজন নেতার ঢাকায় আসার কথা ছিল।  প্রস্তুতি হিসেবে গত শুক্রবার দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সার মো. কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট। তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় শুক্রবার মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দু’জনের নাম বাতিল করা হয়। ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়, ফ্লাইটে কসমিক ও বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে পাঠানো হয়েছে।

বিমান বাংলাদেশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে উঠে আসে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন। পতিত আওয়ামী লীগ সরকারের নেতার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি ১৮ বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন। ওদিকে জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন। প্রতি বছর ১৫ই আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতেন। এবং শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতেন। শেখ রাসেল দিবস পালনেরও অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। এসব তথ্য প্রকাশের পর বিমানের ফ্লাইটে আসার ঝুঁকি নিয়ে বিএনপি’র সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতাদের চিন্তা বেড়ে যায়। ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি আকাশসীমা নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় রাখা হয় সংশ্লিষ্টদের তরফে। বিমানের ফ্লাইটে এমন ঝুঁকি বা শঙ্কার বিষয়টি কাতারের কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই তারা বিশেষ এম্বুলেন্সটি পাঠানোর দ্রুত সিদ্ধান্ত নেন। কাতারের আমীরের এই বিশেষ এয়ার এম্বুলেন্স পাওয়ায় বিএনপি পুরো পরিকল্পনা পরিবর্তন করে। সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়া হয় দলের পক্ষ থেকে। 
শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের আমীরের দেয়া এয়ার এম্বুলেন্সে খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানান। 

মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে বিএনপি’র যে প্রস্তুতি: মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিকনির্দেশনা দিয়েছে বিএনপি। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দিকনির্দেশনা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমীরের বিশেষ এয়ার এম্বুলেন্সে মঙ্গলবার দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন। তার ফেরার সঙ্গী হচ্ছেন দুই পুত্রবধূ (বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

এয়ার এম্বুলেন্সে কাতারের আমীরের একটি মেডিকেল টিমও থাকবে বলে জানিয়েছেন জাহিদ হোসেন।

বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার এম্বুলেন্সটি রওনা হবে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় ১টা ২৫ মিনিটে। যাত্রাবিরতি শেষে সেখান থেকে ২টা ৩০ মিনিটে রওনা হয়ে উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর বিষয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান। মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, ছাত্রদল লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন এবং মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়ামে, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষকদল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেলের সামনে অবস্থান করবে।

তিনি আরও জানান, ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎসজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দলসহ সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২, মহিলা দল গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড এবং বিএনপি’র নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোডে অবস্থান করবে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী যার যার সুবিধামতো স্থানে অবস্থান করবেন বলেও জানান রিজভী।

রিজভী জানান, বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সকল নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা সম্পূর্ণরূপে নিষেধ।
 

পাঠকের মতামত

বিস্মিল্লাহির রাহমানির রাহিম নিশ্চয়ই, প্রতিটি আত্মা—চাইলেও, আজীবন সাধনাতেও—তাদের মতো হতে পারে না, যাঁদের আত্মাকে আল্লাহ নিজ হাতে মনোনীত করেছেন মহত্ত্বের জন্য। কারণ তিনিই যাকে চান উচ্চে তুলে ধরেন, আর তাঁর আদেশ অমোচনীয়। ড. জাহাঙ্গীর মিয়া সব তারা নয় যারা আকাশে জ্বলে। কেউ কেউ চাঁদের মত, যারা গোটা জাতির দীর্ঘ অন্ধকার রাতকে আলোকিত করে। তাদের আলো উচ্চস্বরে নয়, কিন্তু তা প্রতিটি হৃদয়ে ছুঁয়ে যায়। একটি কণ্ঠস্বর—কিন্তু তা সতেরো কোটির আশা ও আত্মার প্রতিধ্বনি। হে বিএনপির নেতৃবৃন্দ, একবার চিন্তা করুন, খোদাভীরু হয়ে আত্মসমালোচনা করুন। দেখুন পৃথিবী কীভাবে প্রকৃত নেতাকে সম্মান করে: ড. মুহাম্মদ ইউনুস—এই বাংলারই এক সন্তান— একটি মাত্র ফোন করেন, সময় তার তিন থেকে চার মিনিটের মাঝামাঝি। ফোনটি যায় কাতারের আমিরের কাছে— তিনি কোনো মিনতি করেননি, কেবল একটি অনুরোধ করেন: “আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে একটি বিশেষ বিমানে ঢাকায় ফিরিয়ে আনুন।” আর কাতারের আমির বলেন: “আমি প্রস্তুত, সম্মানিত স্যার। পূর্ণ নিরাপত্তাসহ আমি এ দায়িত্ব পালন করব।” এবং কাজটি সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশ্ন করছি—গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো নেতা কি এই সম্মান অর্জন করতে পেরেছেন? আপনারা, যারা আজ বিএনপির নেতৃত্বে আছেন— আপনারা কি নিজেরা লজ্জিত নন? আপনারা আজ ড. ইউনুসের চরিত্র (Image) হননের ষড়যন্ত্র করছেন? যিনি দেশ ও জাতির একজন গৌরব, বিশ্বদরবারে সম্মানিত? আপনারা সত্যিকারের নেতৃত্বের শত্রু। আপনারা নেতা নন—আপনারা মুখোশধারী প্রবঞ্চক। লজ্জা পায় আপনাদের দেখে, কারণ আপনাদের মনে লজ্জা বলে কিছু নেই। আর আপনাকে, বেগম খালেদা জিয়া— আমি ভালোবাসি ও শ্রদ্ধা করি, না কোনো পার্থিব স্বার্থে, না কোনো মুহূর্তের প্রশংসার লোভে, বরং একজন মহান নেতার প্রতি প্রকৃত ভালোবাসা ও শ্রদ্ধার বশে। আপনি হচ্ছেন আমাদের জাতীয় গর্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি। কিন্তু আজ—ওহে বাংলাদেশ—তোমার দল ধ্বংসের পথে, কারণ ভেতরেই লুকিয়ে আছে মীর জাফরগণ: মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আমির খসরু, হারুন, এবং আরও অনেকে— প্রত্যেকে একজন ছুরি, যারা হাসিমুখে দলের বুকে আঘাত করে। জানো—বিএনপিকে ধ্বংস করার জন্য বাইরের শত্রু দরকার নেই। এই ভেতরের বিশ্বাসঘাতকরাই যথেষ্ট। আর তারেক জিয়া ও বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপি আজ নিঃস্ব— বাকি যারা আছে, তারা কেবল শয়তানের মুখোশ পরা ভণ্ড। আল্লাহ যাকে চান, তাঁকেই হিদায়াত দেন। আর যাকে তিনি হিদায়াত দেন, কেউ তাকে গোমরাহ করতে পারে না। وَاللّٰهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ “আর আল্লাহ যাকে চান, সরল পথে হিদায়াত দেন।” — (সূরা বাকারা ২:২১৩) ওরা পাবে৷ লজ্জা ! বরং লজ্জাই ওদের দেখেই লজ্জা পায়। এদের,লজা,বলতে,কিছুনাই তারেক জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া বিএনপি খুবই খারাপ, সব হলো মুখোশ ধারি শয়তান। আর এর উৎস সেই দুর্নীতিগ্রস্ত Party present বিএনপি — যাকে আমি বলি ‘বিএনপিলীগ। হে বিবেকবান ও মাতৃভূমিকে ভালোবাসা জনতা — আর কখনো নয়। যারা এক সময় আমাদের প্রিয় বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে, তাদের আর কখনো নেতৃত্বের আসনে বসতে দিও না। এরা জনগণের সেবক নয়, রাজনীতির মুখোশ পরা লুটেরা — যারা আমাদের অর্থনীতি শুষে নিয়েছে, গরিবের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে, আমাদের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে নিজেদের স্বার্থে। বাংলাদেশ কোনো লুটেরার সম্পত্তি নয়। আমাদের এই পবিত্র ভূমি, আমাদের সম্মান ও স্বপ্ন—এসব বিক্রি করে দেওয়ার অধিকার তাদের নেই। আসুন, আমরা জাগি — জ্ঞানে, একতায় ও সাহসে। কোনো চোর যেন নেতৃত্বে না আসে। কোনো বিশ্বাসঘাতক যেন আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতে না পারে। জাগো, বলো, বাংলাদেশকে রক্ষা করো। — ড. জাহাঙ্গীর মিয়া

DR. Jahangir Miah
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৪:২১ পূর্বাহ্ন

Fiamanillah, Allah nikote ,sob somoy tini amader palok, Aaj Khushi BD, tar jonogon, ei jatir desh oremi ek leader,B Zia.

Desher dabi
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৪:১৯ পূর্বাহ্ন

মহান আল্লাহ পাক নিরাপদে দেশে ফিরিয়ে আনুন, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।

Parnel Shawkat
৫ মে ২০২৫, সোমবার, ১:১০ অপরাহ্ন

“When will we be able to give up the mentality of worshiping individuals instead of the country?”

Siddq
৫ মে ২০২৫, সোমবার, ১০:২৮ পূর্বাহ্ন

Drama

Hossain Md Babul
৫ মে ২০২৫, সোমবার, ৪:৪১ পূর্বাহ্ন

ছেলে তারেক রহমান কেন মা এর সাথে দেশে ফিরে এলেন না?

Islam
৫ মে ২০২৫, সোমবার, ২:২৭ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status