ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

জাতীয় ঐকমত্যের সরকার নিয়ে চিন্তা

সমমনাদের আসন ছাড়ের বার্তা বিএনপি’র

কিরণ শেখ
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গী, যুগপৎ আন্দোলনের দল ও জোট শরিকদের নিয়ে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছে বিএনপি। আন্দোলন সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেয়ারও বার্তা দেয়া হয়েছে। ওদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে ঐকমত্যে পৌঁছাতে মিত্রদের সঙ্গে সিরিজ বৈঠক করছে বিএনপি। শরিকদের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বাম দলসহ রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে তাদের সঙ্গেও বৈঠক করছে দলটি। এ পর্যন্ত শেষ হওয়া বৈঠকগুলোতে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের ইস্যুতে ঐকমত্যে পৌঁছেছে যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো। এর বাইরে ডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি জানিয়েছে সিপিবি ও বাসদ। বিএনপি নেতাদের সঙ্গে চা চক্রে এই দুই দলের নেতারা এমন মত দেন। 

আজ বাম গণতান্ত্রিক জোটের  বৈঠক রয়েছে। সেখানে বিএনপি’র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপি ও সমমনাদের দলীয় সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচনে আন্দোলনের সঙ্গীদের আসনও ছাড় দেয়ার পাশাপাশি তারা চাইলে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। যুগপৎ আন্দোলনের বেশির ভাগ দল ও জোটের শীর্ষ নেতারা ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিতে চান বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। এই নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মানবজমিনকে বলেন, যুগপৎসহ অন্যান্য সঙ্গী, আমরা যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম, তাদের সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে পথ চলবো। আর ঐকমত্যের জাতীয় সরকার গঠন করা তো আমাদের প্রতিশ্রুতি। তাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠন করারও আমাদের একটা পরিকল্পনা আছে।

ওদিকে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন আয়োজনে ঐক্যমত্যে পৌঁছেছে বিএনপি ও সমমনারা। নির্বাচন আয়োজনে আগামী দুই থেকে একমাসের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে সমমনারা। তারা মনে করেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এক থেকে দুই মাসের মধ্যেই করা সম্ভব। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে সেগুলোও এরই মধ্যে শেষ করা সম্ভব বলেও মনে করেন তারা। এ প্রসঙ্গে বিএনপি ও সমমনা নেতাদের বক্তব্যে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে দল রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা বাকি সংস্কার বাস্তবায়ন করবেন। তবে এই সংস্কারকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো অজুহাত মানবেন না তারা।

দলীয় সূত্র জানান, বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এই ইস্যুতে যার যার অবস্থান থেকে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া সমমনাদের সঙ্গে বৈঠক শেষে যুগপৎভাবেও কর্মসূচি দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপি’র। নির্বাচনের ইস্যুতে জনমত গঠনে সভা, সমাবেশ এবং গণসংযোগসহ জনসম্পৃক্তমূলক কর্মসূচির কথা ভাবা হচ্ছে। তবে কর্মসূচি বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সমমনাদের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। ওদিকে গত রোববার রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় সিপিবি ও বাসদের নেতাদের সঙ্গে চা-চক্রে বসেন বিএনপি’র লিয়াজোঁ কমিটির নেতারা। প্রায় এক ঘণ্টাব্যাপী এই চা-চক্রটি ছিল অনানুষ্ঠানিক। আজ (বুধবার) বাম গণতান্ত্রিক জোটের বৈঠকে বিএনপি’র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে মানবজমিনকে জানিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

ডিসেম্বরে নির্বাচন প্রসঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা কী করতে পারি তা নিয়ে আমাদের শরিকদের সঙ্গে কথা বলছি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না। 

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মানবজমিনকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঢাকায় একটি জাতীয় কনভেনশন ডাকার জন্য বিএনপিকে প্রস্তাব দেয়া হয়েছে। একইসঙ্গে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন আয়োজনের দাবির সঙ্গে আমরা বিএনপি’র সঙ্গে একমত পোষণ করেছি। 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মানবজমিনকে বলেন, দেশের সকল রাজনৈতিক দল ঐকমত্যের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদে সই করে ডিসেম্বরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন। 
 

পাঠকের মতামত

সারা দেশে যে ভাবে বি এন পি এখন চলছে তাতে ত মনেহয় তারাই ক্ষমতায়। গায়ের জরে তারা উচ্ছেদ করে জায়গা দখল করছে। চাদা বাজি করছে হর হামেসে। বাস্তবে ক্ষমতায় গেলে কি হবে। এ জন্য ইউনুচ স্যারকে পাচ বছর থেকে সব অর্গান ঠিক করে যাওয়া উচিত।অন্যথায় এ জাতির কপালে দুর্ভগ আছে।

আসাদ
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৯ অপরাহ্ন

আপনি আপনার চরকায় তেল দেন, রাজাকারের প্রতিক নিয়ে আপনি বেশী চিন্তা কেইরেন না।

রহমান
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৬ অপরাহ্ন

আসন ভাগাভাগি না ব!বসা ভাগাভাগি।

নাসির
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:২০ অপরাহ্ন

শুভবুদ্ধিকে স্বাগতঃ জানাই ।

বীর বাংগালী
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:২৮ অপরাহ্ন

জনাব, বি এন পি নিজেকে এত দুর্বল মনে করছেন কেন, বি এন পি এককভাবে নির্বাচন এ অংশগ্রহণ করবেন এবং সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করিবেন।

মোঃ সাইফুল ইসলাম
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:২৪ অপরাহ্ন

আমরা যাহাই বলি না কেন, বিএনপি, জামায়াত মতো ক্ষতি গ্রস্থ দল বাংলাদেশে আছে? গত ফ্যাসিস্ট সরকার এই দুই দলকেই ধ্বংস করেছে বেশী একমাত্র একনায়ক তন্ত্রের রাস্তায় নেওয়ার জন্যে। আর যারা বিএনপিকে ইংগিত দিয়ে যারা কথা বলছেন, তারা হাতে চুড়ি পরা লোক ছাড়া বসবাস করার মতো মনে হয় জায়গা নেই,নতুবা এরকম কথা বলতো না। একটি গনতান্ত্রিক দেশ কি ভাবে অনির্বাচিত সরকার নিয়ে কত দিন থাকতে পারে? এটাই আমার প্রশ্ন,স্বাধীন একটা দেশ কি ভাবে অনির্বাচিত সরকার নিয়ে চলে এটিও লজ্জা থাকা উচিৎ বলে মনে করি।

মহিবুল ইসলাম
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:১১ পূর্বাহ্ন

রাজাকারদের তো মার্কা নাই। একবার তো ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছিল। এবার কি করবে?

সিরু
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:০০ পূর্বাহ্ন

আ'লীগ বিএনপি সুযোগের সদ্ব্যবহার করতে কেউ কারও চেয়ে কম যায় না। গণতন্ত্রের জন্য আহাজারি তাদের কাছে মায়াকান্নার মতো। আসলে ক্ষমতায় গেলে তারা মুদ্রার এপিঠ আর ওপিঠ।

প্রকাশে অনিচ্ছুক
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:৪৭ অপরাহ্ন

আসন ভাগাভাগির নির্বাচন জনগণ মেনে নিবে না। নির্বচনের পরে ঐক্য মতের সরকার হতে পারে এবং সেই ঐক্য হতে হবে নির্বাচনের পরে। ধন্যবাদ।

SM.Rafiqul Islam
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ২:৪২ অপরাহ্ন

আসন ভাগাভাগি অর্থাৎ জনগণের ভোট দেওয়ার কোনই দরকার নাই। বিএনপি আহম্মকির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে।

Ahmad Zafar
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:২৩ পূর্বাহ্ন

আগে না পারলেও এখন পারে

মোঃ মাকছুদুর রহমান
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১:০৮ পূর্বাহ্ন

সিপিবি ও বাসদ এগুলো নিজেদের প্রতিকের করলে জামানত বাজেয়াপ্ত ৯৯% সম্ভাবনা।

মতিউর রহমান
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১:০০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status