ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

“বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের ভাতা দেবে”

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২১ মার্চ ২০২৫, শুক্রবার
mzamin

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপি’র ৩১ দফায় সুস্পষ্ট করে বলা হয়েছে এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত  যেটাই আগে হবে, শিক্ষিত  বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে। তিনি গতকাল বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাসের রহমান বলেন, বিএনপি’র ৩১ দফায় বলা হয়েছে, স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সমপ্রসারিত করা হবে। নাসের রহমান বলেন, বিএনপি’র ৩১ দফায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, আগামীতে বিএনপি ক্ষমতায়  গেলে ‘কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে  দেশের সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বীমা,পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। তিনি বলেন, কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনা দেয়া হবে। নাসের রহমান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। এ পরিকল্পনায় যুবসমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি দলের নেতৃবৃন্দকে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি সর্বস্তরের মানুষের দোড়গোড়ায়  পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন  মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ। সম্মেলনে সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে মো. ফজলু মিয়া, সাধারণ সম্পাদক খালেদ  চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদকে নির্বাচিত করা হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status