অনলাইন
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ২:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আজ ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা করে। নিহত দুজন হলেন উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও আবদুল বারিকের ছেলে বাশার মিয়া (৩৫)।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেছেন, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের লাশ রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, মোহিনীপুর গ্রামে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ঘিরে স্থানীয় ইউপি সদস্য সামসু মিয়ার সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বিরোধ চলে আসছে। প্রায়ই দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর আগে সংঘর্ষে আবদুস সালামের অনুসারীরা হেরে গিয়ে এলাকা ছাড়েন। ঈদ সামনে রেখে আজ শুক্রবার ভোরের দিকে তারা এলাকায় ফিরছিলেন। এ সময় ইউপি সদস্য সামসু মিয়ার লোকজন তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ও টেটা-বল্লম নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আবদুস সালাম পক্ষের দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।